অজয়ের জন্য বিয়ে করেননি, ফের তাঁর সঙ্গেই এক হচ্ছেন তব্বু!

২০১৫-এ ‘দৃশ্যম’ বক্স অফিসে সাফল্য পেয়ছিল। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২১-এর শেষের দিকে অজয় এবং তব্বুকে নিয়ে শুরু হবে ‘দৃশ্যম ২’-এর শুটিং। ২০২২-এ মুক্তি পাবে এই ছবি।

অজয়ের জন্য বিয়ে করেননি, ফের তাঁর সঙ্গেই এক হচ্ছেন তব্বু!
দুই বন্ধু।
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 9:05 AM

এখনও পর্যন্ত সিঙ্গল তিনি। বিয়ে করেননি। তিনি অর্থাৎ বলি (bollywood) অভিনেত্রী তব্বু (Tabu)। বিয়ে না করার বেশ কিছু কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হলেন অজয় দেবগণ (Ajay Devgn)। তব্বুর বহু দিনের বন্ধু অজয়। কলেজে পড়ার সময় তব্বুর কোনও বয়ফ্রেন্ড হলেই নাকি দলবল নিয়ে তাঁকে হুমকি দিতেন অজয়! সে কারণেই তব্বুর প্রেম করা হল না। নায়িকার পরিবারের সদস্যরাও নাকি অজয়কে ভরসা করতেন! প্রকাশ্যে বহুবার মজা করে এই ঘটনা শেয়ার করেছেন তব্বু। সেই অজয়ের সঙ্গে ফের এক হচ্ছেন নায়িকা!

দিন কয়েক আগেই বলি মহলে শোনা গিয়েছিল, ‘দৃশ্যম’-এর দ্বিতীয় পার্টে একসঙ্গে অভিনয় করবেন তব্বু এবং অজয়। হিন্দিতে তৈরি হবে এই ছবি। মলয়লম ‘দৃশ্যম ২’-এ মোহনলালের অভিনয় দেখছেন দর্শক। এবার হিন্দিতে তৈরি হবে এই ছবি। ছয় বছর আগে জিতু জোসেফ ছিলেন পরিচালনার দায়িত্বে। শোনা যাচ্ছে, এবারও তিনিই পরিচালনার দায়িত্ব সামলাবেন। আর এই ছবিতে অজয়-তব্বুর অভিনয় করা নিয়ে জল্পনা ছিল। এবার সেই সিদ্ধান্তে কার্যত শিলমোহর দিলেন দুই অভিনেতা।

আরও পড়ুন, ‘শারীরিক ভাবে সব থেকে বেশি চ্যালেঞ্জিং’, কোন ছবির কথা বললেন দেব?

নাম প্রকাশে অনিচ্ছুক বলি মহলের এক সূত্র জানিয়েছেন, অজয় এবং তব্বু দুজনেই এই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন। ছবিটির আসল প্রযোজকের থেকে স্বত্ত্ব কেনার কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাস্ট এখনও ঠিক হয়নি। স্বত্ত্ব কেনার কাজ সম্পূর্ণ হলেই অজয় এবং তব্বু প্রকাশ্যে নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন।

২০১৫-এ ‘দৃশ্যম’ বক্স অফিসে সাফল্য পেয়ছিল। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২১-এর শেষের দিকে অজয় এবং তব্বুকে নিয়ে শুরু হবে ‘দৃশ্যম ২’-এর শুটিং। ২০২২-এ মুক্তি পাবে এই ছবি।