‘চিজ’-এর প্রতি ভালবাসা! কীভাবে প্রকাশ করলেন সুহানা?
আসলে এই ছবিতে সত্যিই সুহানাকে এক্কেবারে অন্যরকম দেখতে লাগছে। হাই ওয়েস্ট পেন্সিল স্কার্ট এবং ক্রপ টপ দিয়ে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি। পুরো সাজকে কমপ্লিমেন্ট করছে গলার নেকলেস।
সুহানা খান (Suhana Khan)। বলি পাড়ার স্টার কিডদের তালিকায় যাঁর নাম একেবারে প্রথম সারিতে থাকে। এখনও পর্যন্ত সেই অর্থে শাহরুখ কন্যার বলি এন্ট্রি হয়নি বটে, তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা দেখলে হিংসে হবে! এ হেন সুহানা নাকি চিজ ভালবাসেন। অন্তত তাঁর সোশ্যাল পোস্ট সে ইঙ্গিতই দিচ্ছে। চিজ-এর প্রতি নিজের ভালবাসা প্রকাশ করলেন সুহানা। কিন্তু কীভাবে?
সুহানা নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চিজ গ্রেট করতে করতেই ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সে চিজ!’ কখনও সেই ছবিতে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা কমেন্ট করেছেন, ‘ওকে’, সঙ্গে আগুনের ইমোজি। কখনও বা সুহানার প্রিয় বন্ধু শান্যা কাপুরের মা মাহিপ কাপুরের নিজের ভালবাসা প্রকাশ করেছেন!
View this post on Instagram
আসলে এই ছবিতে সত্যিই সুহানাকে এক্কেবারে অন্যরকম দেখতে লাগছে। হাই ওয়েস্ট পেন্সিল স্কার্ট এবং ক্রপ টপ দিয়ে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি। পুরো সাজকে কমপ্লিমেন্ট করছে গলার নেকলেস। ফ্যাশনিস্তা হিসেবে বি-টাউনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন শাহরুখ কন্যা।
আরও পড়ুন, অজয়ের জন্য বিয়ে করেননি, ফের তাঁর সঙ্গেই এক হচ্ছেন তব্বু!
এই মুহূর্তে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সুহানা। শাহরুখ বরাবরই সন্তানদের পড়াশোনার উপর জোর দেন। পড়াশোনা শেষ করে তবে কেরিয়ার শুরু করার অনুমতি দিয়েছেন তিনি। যদিও শর্ট ফিল্ম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’-এর মাধ্যমে ২০১৯-এ অভিনয়ের ডেবিউ করে ফেলেছেন সুহানা। ভবিষ্যতে সিনেমার কোন অংশ নিয়ে তিনি কাজ করবেন, সেটাই এখন দেখার।