এটা কে অক্ষয় না শাহজাহান: দেখুন ভিডিও
ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশে তৈরি সেই অপূর্ব সৌধ, তাজ মহল।
এ মাসের শুরুতেই মিস্টার ‘খিলাড়ি’ এবং সইফ কন্যা সারা আলি খান (Sara ali khan)নতুন ছবি ‘অতরঙ্গি রে’-র শুটিং শুরু করেছিলেন। শুটিংয়ে সারার সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি অক্ষয় (Akshay Kumar) নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্টও করেন। তবে এ বার আরও এক ধাপ এগলেন নায়ক। পোস্ট করলেন স্লো-মো এক ভিডিও। ভিডিওতে মনে হচ্ছে এ যেন অক্ষয় নন। একেবারে শাহজাহান। হাতে গোলাপ। পরনে কুর্তা-জ্যাকেট। ঠিক যেমন মোঘল সম্রাট পরতেন।
View this post on Instagram
অক্ষয় কুমার দু’হাত ছড়িয়ে গোল করে ঘুরছেন সে ভিডিওতে। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী আরজুমান্দ বানু বেগমের স্মৃতির উদ্দেশে তৈরি সেই অপূর্ব সৌধ, তাজ মহল। ক্যাপশানে লেখেন ‘ওয়াহ তাজ!’ শুধু অক্ষয় নন। সারা আলি খান নিজের ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করেন, ‘শাহজাহান’ অক্ষয়ের ছবি। ক্যাপশান লেখেন, ‘কারণ এর থেকে আর কী অতরঙ্গি হতে পারে। শাহজাহান নন, এটা মিস্টার কুমার।’
View this post on Instagram
গত মার্চ মাসে বারণসীতে ছবির শুটিং শুরু হয়েও প্যন্ডেমিকের কারণে বন্ধ হয়ে যায়। তারপর আবার অক্অটোবরে মাদুরাইতে বেশ খাপছাড়া ভাবেই চলে শুটিং। ছবির শেষ শুটিং শিডিউল চলছে আগ্রাতে।
View this post on Instagram
এবং ডিসেম্বর মাসের শুরু থেকে গোটা টিম রয়েছে দিল্লির এনসিআর-এ। ‘অতরঙ্গি রে’-র পরিচালক আনন্দ এল রাই। ছবিতে সারা-অক্ষয় ছাড়াও রয়েছেন ধনুষ ও নিমরত কৌড়। এই প্রথম সারা আলি খানকে দ্বৈত চরিত্রে দেখা যাবে এ ছবিতে।