মলদ্বীপের নীল সৈকতে হৃতিকের হুক স্টেপে আলিয়া ভাট

আলিয়ার পাইপলাইনে আলিয়ার রয়েছে তিন-তিনটি বড় বাজেটের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ এবং ‘আরআরআর’-এ অভিনয় করছেন আলিয়া।

মলদ্বীপের নীল সৈকতে হৃতিকের হুক স্টেপে আলিয়া ভাট
আলিয়া ভাট এবং কহো না পেয়ার হ্যায়।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 6:09 PM

মলদ্বীপের নীল জলে গা ভাসাচ্ছেন আলিয়া। একের পর এক ছবি পোস্টও করেছেন অভিনেত্রী। বিচ হলিডেতে তিনি একা নন, সঙ্গে রয়েছেন প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর, অনুষ্কা রঞ্জন এবং তাঁর বোন শাহিন ভাট। গতকাল আলিয়ার পরনে ছিল মাল্টি কালারড টিউব বিকিনি।

আরও পড়ুন ফ্যানেদের বিদায় জানিয়ে সোশ্যাল ব্রেক নিলেন অভিনেতা অমিত সাধ

সামনের দিকে রয়েছে গিঁট বাঁধা। চোখে কালো সানগ্লাস। হাতে কালো রঙের ব্যান্ড। ভেজা চুলে ক্যামেরায় এক গাল হেসে পোজ দিচ্ছেন আলিয়া। চোখে ব্ল্যাক সানগ্লাস। ক্যাপশানে লেখা, ‘নীল সমু্দ্র এবং পিসিস’। নীল জলের মৎস্য কন্যার ছবিতে একের পর এক কমেন্টে ছেয়ে যাচ্ছে বক্স। কেউ লিখছেন ‘হট’ তো কেউ একের পর এক ফায়ার, হার্টের ইমোজিতে ভরিয়ে দিয়েছে।

আলিয়ার ‘বিকিনি’ ছবি উষ্ণতা ছড়িয়েছিল, তবে এখন আলিয়ার পোস্ট করা আরেকটি ভিডিও পারদ আরও চড়াল। হৃতিক রোশনের ফিল্ম ‘কহো না পেয়ার হ্যায়’ গানের হুক স্টেপে নাচলেন আলিয়া। মলদ্বীপের বিচে গার্ল গ্যাংয়ের ডান্সিং স্টেপগুলো ভাইরাল হয়ে গিয়েছে। অনুষ্কা প্রথম ভিডিওটি শেয়ার করেন এবং তারপর আলিয়ার ফ্যান পেজ ভিডিওটিকতে রিপোস্ট করে।

View this post on Instagram

A post shared by Anush? (@anushkaranjan)

আলিয়ার পাইপলাইনে আলিয়ার রয়েছে তিন-তিনটি বড় বাজেটের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ এবং ‘আরআরআর’-এ অভিনয় করছেন আলিয়া।