অপেক্ষার শেষ, রণবীর সিং-এর ‘83’ রিলিজ করছে খুব শীঘ্রই
গত বছর অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ এবং রণবীর সিং-এর ‘83’ রিলিজ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। অতিমারির কারণে ক্রমশই পিছোতে থাকে দু’টো ছবির রিলিজ। ‘সূর্যবংশী’ এবং ‘83’ দু’টো ছবিরই এই বছরে রিলিজ করার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।
গত বছর অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ এবং রণবীর সিং–এর ‘83’ রিলিজ নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল। অতিমারির কারণে ক্রমশই পিছোতে থাকে দু’টো ছবির রিলিজ। দু’টো ছবিরই প্রযোজনা সংস্থা রিল্যায়ান্স এন্টারটেইনমেন্ট। পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলে ছবি দু’টো রিলিজ করতে চায়নি প্রযোজনা সংস্থা। সম্প্রতি একশো শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। আর তাতেই নড়েচড়়ে বসেছে প্রযোজনা সংস্থাগুলো। ‘সূর্যবংশী’ এবং ‘83’ দু’টো ছবিরই এই বছরে রিলিজ করার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এপ্রিল মাসে রিলিজ করছে ‘সূর্যবংশী’। আপাতত ঠিক হয়েছে ২ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। আর ‘83’ রিলিজ করবে জুন মাসে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন পরিচালক কবীর খান এবং প্রযোজক দু’জনেই চাইছেন জুন মাসে ‘83’ রিলিজ করতে। এপ্রিল, মে দু’টো মাসেই বড় বড় ছবির রিলিজ। মে মাস ইদের মাস। সলমন খানের ‘রাধে’ রিলিজ করছে মে–তে। সঙ্গে আছে ‘সত্যমেব জয়তে ২’। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এই কারণেই ‘83’ জুন মাসে রিলিজ করার কথা ভাবছে প্রযোজনা সংস্থা।
View this post on Instagram
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ২৫ জুন রিলিজ করছে ‘83’। হঠাৎ ২৫ জুন কেন? ১৯৮৩ সালে এই দিনেই বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট টিম। কিন্তু ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এই খবর নিতান্তই গুজব। জুন মাস ঠিক হলেও তারিখ এখনও ঠিক হয়নি। এমনকী ‘সূর্যবংশী’ও ২এপ্রিল রিলিজ করবে কি না সেই নিয়ে রয়েছে ধন্দ।
আরও পড়ুন :উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে প্রবল জলোচ্ছ্বাস, পাশে দাঁড়াল বলিউড
‘83’তে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ওঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দীপিকা পাডুকোন।