আলিয়ার করোনা রিপোর্ট প্রকাশ্যে, কী লিখলেন অভিনেত্রী?

বর্তমানে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুট করছিলেন আলিয়া। কিন্তু গত মঙ্গলবার পরিচালক ভন্সালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় আইসোলেশনে চলে যান আলিয়া।

আলিয়ার করোনা রিপোর্ট প্রকাশ্যে, কী লিখলেন অভিনেত্রী?
আলিয়া ভাট।
Follow Us:
| Updated on: Mar 11, 2021 | 8:26 PM

সমস্ত জল্পনার অবসান। অবশেষে প্রকাশ্যে আলিয়া ভাটের করোনা রিপোর্ট। রণবীর করোনা পজেটিভ হলেও আলিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার সে কথা ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে আলিয়া লেখেন, “আমার জন্য সবাই উদ্বিগ্ন হয়েছিলেন তা আমি দেখেছি। জানিয়ে রাখি আমার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ডাক্তারের সঙ্গে কথা বলে এই কয়দিন নিজেকে আইসোলেশনে রেখেছিলাম। আজ থেকে আবার কাজে যোগ দিচ্ছি।” আলিয়া আরও যোগ করেন, “সবার শুভকামনার জন্য ধন্যবাদ। আমি নিজের খেয়াল রাখছি। আপনারাও একই কাজ করুন।”

বর্তমানে পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুট করছিলেন আলিয়া। কিন্তু গত মঙ্গলবার পরিচালক ভন্সালীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় আইসোলেশনে চলে যান আলিয়া। জানা যায়, আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কাপুরও কোভিডে আক্রান্ত হয়েছেন। রণবীরের মা নিতু কাপুর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে লেখেন, “রণবীরের চিকিৎসা চলছে। ও আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছে ও। সব নিয়মবিধি মেনে চলছে।”

এর পরেই আলিয়াকে নিয়ে চিন্তায় পড়েন তাঁর অনুরাগীরা। তবে তিনি সুস্থ আছেন জেনে আপাতত স্বস্তির শ্বাস নিচ্ছে তাঁর অগণিত ভক্তকুল।