মলদ্বীপের নীল জলে মাল্টি কালারড বিকিনিতে আলিয়া ভাট
নীল জলের মৎস্য কন্যা তিনি। একের পর এক কমেন্টে ছেয়ে যাচ্ছে ইনস্টা বক্স। কেউ লিখছেন ‘হট’ তো কেউ একের পর এক ফায়ার, হার্টের ইমোজিতে ভরিয়ে দিচ্ছে।
মলদ্বীপ আলিয়ার অন্যতম ফেভারিট স্পট। সমুদ্রের নীল জলে তাঁর বহু ছবি পোস্ট হয়েছে ইনস্টা হ্যান্ডলে। আপাতত তিনি সমুদ্রতটে ছুটি কাটাচ্ছেন। সঙ্গী তাঁর প্রিয় বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর এবং তাঁর বোন শাহিন ভাট। বিচ হলিডের ছবি আকঙ্ক্ষা-আলিয়া এবং তাঁর বোনের ইনস্টা থেকে পোস্টও হয়েছে। আকাঙ্ক্ষার পোস্ট করা ছবির কিছুক্ষণ পরেই রণবীরের প্রেমিকা পোস্ট করলেন নিজের ছবি।
আরও পড়ুন আর মাত্র দু’সপ্তাহ! আসতে চলেছে বেবোর ‘বেবি’
মলদ্বীপের নীল জলে রোদ পোহাচ্ছেন নায়িকা। পরনে মাল্টি কালারড টিউব বিকিনি। সামনের দিকে রয়েছে গিঁট বাঁধা। চোখে কালো সানগ্লাস। হাতে কালো রঙের ব্যান্ড। ভেজা চুলে ক্যামেরায় এক গাল হেসে পোজ দিচ্ছেন আলিয়া। ক্যাপশানে লেখা, ‘নীল সমু্দ্র এবং পিসিস’।
আলিয়া ভাট একজন মীন রাশির জাতিকা। আর ‘মীন’-এর অর্থ মৎস্য।
View this post on Instagram
নীল জলের মৎস্য কন্যার ছবিতে একের পর এক কমেন্টে ছেয়ে যাচ্ছে বক্স। কেউ লিখছেন ‘হট’ তো কেউ একের পর এক ফায়ার, হার্টের ইমোজিতে ভরিয়ে দিচ্ছে।
পাইপলাইনে আলিয়ার রয়েছে তিন-তিনটি বড় বাজেটের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ এবং ‘আরআরআর’-এ অভিনয় করছেন আলিয়া।
View this post on Instagram