আর মাত্র দু’সপ্তাহ! আসতে চলেছে বেবোর ‘বেবি’
তাকে কেন্দ্র করে গোটা বাড়ি সেজে উঠছে নতুনভাবে। সূত্রের খবর শিশুর ঘর সাজাতে করিনা এখন ভীষণ ব্যস্ত। নিজে হাতে সব গোছাচ্ছেন মা। আগেভাগেই শিশুর ঘরে প্রয়োজনীয় সমস্ত উপাদান তৈরি রাখছেন বাবা-মা।
কাপুর পরিবারে তৈমুর আলি খানের এবার প্রোমোশন হওয়ার পালা। ‘বড় দাদা’-র পদ নেবেন তৈমুর। কারণ বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে মা করিনাও (Kareena Kapoor Khan) প্রস্তুত হচ্ছেন। গর্ভাবস্থাতে জমিয়ে কাজও করেছেন করিনা। তবে আর নয়। গতকাল তিনি তাঁর সমস্ত পেশাগত কাজকে গুড বাই জানিয়েছেন। কেন?
আরও পড়ুন কোত্থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী? ছবি পোস্ট করে জানালেন শ্রদ্ধা কাপুর
View this post on Instagram
কারণ আগামী দু’সপ্তাহের মধ্যেই সইফ-করিনার জীবনে আসতে চলেছে এক নতুন প্রাণ। তাকে কেন্দ্র করে গোটা বাড়ি সেজে উঠছে নতুনভাবে। সূত্রের খবর শিশুর ঘর সাজাতে করিনা এখন ভীষণ ব্যস্ত। নিজে হাতে সব গোছাচ্ছেন মা। আগেভাগেই শিশুর ঘরে প্রয়োজনীয় সমস্ত উপাদান তৈরি রাখছেন বাবা-মা।
View this post on Instagram
সন্তানের জন্মের আগে করিনা চান একেবারে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে। অন্যদিকে এটাও শোনা যাচ্ছে, করিনার বেশ কিছু কাছের বন্ধু এবং তাঁর স্বামী শুটিং শেষ করে তাঁর সঙ্গে যোগ দেবেন। গতকাল অভিনেত্রীকে দেখা যায় ‘ধর্মা ২.০’- এর শুটিংয়ে। হলুদ রঙ্গের কাফতানে ববি বাম্প ফ্লন্ট করছিলেন করিনা। এ সময়েও তিনি যে কাজ চালিয়ে গিয়েছেন তা নিয়ে প্রশংসা কম হয়নি।
View this post on Instagram
কঙ্গনাকে প্রেগনেন্সি পিরিয়ডে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন “একজন প্রেগনেন্ট মহিলা কেন কাজ করতে পারবে না? আমি জানি না এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? আমি গর্ভবস্থায় কাজ করেছি, এবং ডেলিভারির পরেও তা করব। ইন ফ্যাক্ট এই সময়ে অ্যাক্টিভ তাকা বেবির স্বাস্থ্যের জন্য ভাল। আমি সত্যিই কখনও কোনও পক্ষপাতিত্ব অনুভব করিনি।”