জীবনে কোন বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া? ১০ বছরের কোন অভ্যাস পাল্টে ফেললেন অভিনেত্রী…
Alia Bhatt: আলিয়া ভাট কোথাও গিয়ে যেন বর্তমানে পরিবার ও কাজের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন। তাঁর মেয়ে ও স্বামীকে সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি কেরিয়ারের মধ্যগগণে এসে তিনি কোনও মতেই কাজ থেকে দূরে সরে যেতে চান না।
সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টে যায়, পাল্টায় জীবন দর্শন। এবার আলিয়া ভাটের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হল। আলিয়া ভাট স্পষ্টই জানিয়ে দিলেন, তিনি গত ১০ বছরে যে কাজ করেছেন, এখন আর তার পক্ষে তা করা সম্ভবপর নয়। কারণ একটাই, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গিয়েছে তাঁর জীবন। গত ১০ বছরে তিনি অভিনয়ের জন্য সবটাই ছাড়তে রাজি ছিলেন। বর্তমানে তা পারবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন। কারণ এখন তাঁর একটি মেয়ে রয়েছে। রয়েছে স্বামী, রয়েছে পরিবার। ছোট বয়স থেকেই তিনি অভিনয়তে আসতে চেয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি যে এভাবে নেপোটিজ়মের তকমা ঝেড়ে নিজেকে প্রমাণ করবেন, তা অনেকেরই অজানা ছিল।
এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, ”সিনেমাজগতে এক দশক পেরিয়েছি। এই এক দশকে আমার জীবন অনেকটা পাল্টে গিয়েছে। আমার মনে আছে, একটা সময় ছিল যখন আমি অভিনয়ের জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত ছিলাম। আমার ঘুম, পরিবারের সঙ্গে কাটানো সময়। শুধুই কাজ আর শুটিং। তবে এখন আমার পরিবার আছে। স্বামী-সন্তান আছে। এখন আমার এই ১০টা বছরের কথা মনে পরে, আমার পরিবার, বন্ধু, বোনেদের কথা মনে পরে। এখন আমি সে সব কিছুই করতে চাই।”
আলিয়া ভাট কোথাও গিয়ে যেন বর্তমানে পরিবার ও কাজের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছেন। তাঁর মেয়ে ও স্বামীকে সমানভাবে সময় দেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি কেরিয়ারের মধ্যগগণে এসে তিনি কোনও মতেই কাজ থেকে দূরে সরে যেতে চান না। তাই সে ক্ষেত্রে এবার তিনি বুঝে শুনেই ডেট ফেলবেন বলে খবর। ফলে আলিয়া যে এখন চুটিয়ে সংসার করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।