বাবা-মায়ের কাণ্ড দেখে চোখ ঢাকল মেয়ে, এ কী করলেন নিক-প্রিয়াঙ্কা?
Priyanka-Nick: ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শোরগোল। নিন্দে ভরছে কমেন্ট বক্স। যদিও কটাক্ষকে কোনওদিনই পাল্লা দেননি অভিনেত্রী। ট্রোল প্রসঙ্গে সেভাবে মুখও খুলতে দেখা যায় না তাঁকে।
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া, সিনেপাড়ার অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই খবর হয় ভাইরাল। জুটির মধ্যে সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, প্রকাশ্যে তাঁরা এক প্রকার লাভ বার্ড। পাপারাৎজিদের দেখলেই ঠোঁটে ঠোঁট। যা নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয় না। তবে কী এমন করলেন এবার জুটি, যা দেখে ছোট্ট মেয়েও ঢাকল চোখ? মেয়েকে কোলে নিয়েই সপাট চুমু মা-বাবার। পাশে মেয়ের চোখ ঢাকা। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে শোরগোল। নিন্দে ভরছে কমেন্ট বক্স। যদিও কটাক্ষকে কোনওদিনই পাল্লা দেননি অভিনেত্রী। ট্রোল প্রসঙ্গে সেভাবে মুখও খুলতে দেখা যায় না তাঁকে।
অনেকেই মনে করেছিলেন এই জুটির সম্পর্কের মেয়াদ খুব বেশিদিন হবে না। তবে তাঁরা বেশ গুছিয়ে সংসার করছেন। ভারতের বুকে নয়। মেয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মন জয় করেছিল বিদেশী গায়ক নিক জোনাস। তাঁদের ডেটিং-এর খবর খুব বেশিদিন চাপা ছিল না। তবে একটা সময় গিয়ে অনেকেই মনে করেছিলেন, নিক ও প্রিয়াঙ্কার বয়সের ফারাকের জন্য এই বিয়ে হয়তো টিকবে না। নিত্যদিন তাঁদের বিচ্ছেদের খবর, খবরের শিরোনামে জায়গা করে নিত। যা নিয়ে নিত্য চর্চাও থাকত বর্তমান। তবে জানেন কি, এই বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। খোদ প্রিয়াঙ্কাই এক সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। মেয়ের থেকে বয়সে ছোট বিদেশের জামাই কি তবে তিনি মেনে নিতে পারেননি! একেবারেই তা নয়। বরং প্রিয়াঙ্কার পাত্র নয়, যেভাবে প্রিয়াঙ্কা বিয়ে করেছিলেন, তা পছন্দ হয়নি মধু চোপড়ার।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়ে ছিলেন, তাঁর মা চেয়েছিলেন বহু মানুষকে নিমন্ত্রণ জানাতে। প্রায় হাজার দেড় হাজার মানুষকে তিনি নিমন্ত্রণ করতে চেয়েছিলেন। তবে প্রিয়াঙ্কা চাননি। তিনি চেয়েছিলেন এই বিয়েটা ঘনিষ্ঠ মহলের মধ্যেই সীমাবদ্ধ থাক। তিনি চাননি কেই এই বিয়ে নিয়ে খুব একটা খবর করুক। তিনি মাত্র ২০০ জনের মধ্যেই এই বিয়ে মিটিয়েছিলেন। হিন্দু মতে ও বিদেশি কায়দা, দুইভাবেই বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে সেখানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।