শুটিংয়ে গিয়ে ‘জীবনের সবচেয়ে ভয়াবহ অত্যাচার’ সহ্য করতে হল বিগ-বি’কে!

রীতিমতো 'অত্যাচার' সহ্য করতে হল অমিতাভ বচ্চনকে। যেন এক কঠিন পরীক্ষা।

শুটিংয়ে গিয়ে 'জীবনের সবচেয়ে ভয়াবহ অত্যাচার' সহ্য করতে হল বিগ-বি'কে!
অমিতাভ বচ্চন।
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 4:26 PM

শুটিংয়ে গিয়ে ‘ভয়াবহ’ অভিজ্ঞতা। রীতিমতো ‘অত্যাচার’ সহ্য করতে হল অমিতাভ বচ্চনকে। যেন এক কঠিন পরীক্ষা। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বিগ-বি নিজেই। ঠিক কী হয়েছে?

বিগ-বি’র ইনস্টাগ্রাম থেকে জানা যাচ্ছে সাদা পঞ্জাবি আর উপরে কোট চাপিয়ে তিনি যখন ‘শট রেডি’ ঠিক সেই সময়েই তাঁর এক হাতে ধরিয়ে দেওয়া হল গুলাব জামুন আর অন্য হাতে রসগোল্লা। নির্দেশ দেওয়া হল, এমন ভাবে এক্সপ্রেশন দিতে হবে যাতে মনে হয় মিষ্টি খেয়ে দারুণ উপভোগ করেছেন তিনি। এ দিকে শরীরের কারণে বিগ-বি মিষ্টি ছেড়ে দিয়েছেন অনেক বছর। কিন্তু মিষ্টি যে তাঁর বড়ই প্রিয়। হাতে মিষ্টি, কিন্তু খেতে পারবেন না। অথচ ক্যামেরা তাক করে আছে তাঁর মিষ্টি খাওয়ার এক্সপ্রেশন তুলে ধরার জন্য। অভিনেতা, তাই পেশাদারিত্ব মাথায় রেখে মিষ্টি না খেয়েই ফুটিয়ে তুলতে হবে অনুভূতি। সত্যিই তো, ‘অত্যাচার’ ছাড়া আর কী বা হতে পারে!

দু’হাতে দুই মিষ্টি নিয়ে ছবি পোস্ট করে বিগ-বি তাই লিখেছেন, “যেই মিষ্টি ছেড়ে দিয়েছি অমনি দুই হাঁটে দুই মিষ্টি ধরিয়ে দিয়েছে। বলছে, এক্সপ্রেশন দিন আপনি খেয়ে ফেলেছেন। এর থেকে বড় অত্যাচার জীবনে আর কিছু হতে পারে না”।

ওই ছবি পোস্ট করতেই বিগ-বি’র ‘সেন্স অব হিঊমার’-এর তারিফে ফেটে পড়েছে নেটিজেনদের একটা বড় অংশ। একজনের মন্তব্য, “আমারও আপনার মতো একই অবস্থা স্যর। মিষ্টি যে আমারও খাওয়া বারণ”। গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ অগস্ট বাড়ি ফিরে আসেন তিনি। সেরে উঠেই আবার যোগ দিয়েছেন কাজে। শুট করছেন চুটিয়ে।