হার্ট অ্যাটাকে মৃত্যু অমিতাভ বচ্চনের মতো দেখতে এই মানুষটার, আসলে কে ছিলেন তিনি?
Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের মতো চুলের ছাট, তাঁর মতো দাড়ির কাট, কথাবার্তা, হাঁটা-চলা সবকিছু অমিতাভ বচ্চনের মতো। সারাটা জীবন অমিতাভ বচ্চনের মিমিক্রি করেই কাটিয়ে দিয়েছেন ফিরোজ। সেই কারণেই অভিনয়ও করেছিলেন টুকটাক। 'ভাবিজি ঘরপে হে' নামক এক ছবিতে অভিনয় করেছিলেন সম্প্রতি। অমিতাভের এই ডুপ্লিকেট।
তাঁকে দেখতে অবিকল অমিতাভ বচ্চনেরই মতো। ব্যক্তির নাম ফিরোজ খান। এই ফিরোজ হলেন অমিতাভ বচ্চনের ডুপ্লিকেট। প্রয়াত হয়েছেন তিনি। হৃদয়রোগে আক্রান্ত করে প্রয়াণ ঘটেছে তাঁর। যবে থেকে দেখেছেন তাঁর চেহারার সঙ্গে অমিতাভ বচ্চনের মিল রয়েছে, ঠিক তবে থেকেই তিনি বিগ বি-কে নকল করা শুরু করেছেন। তাঁর মতো চুলের ছাট, তাঁর মতো দাড়ির কাট, কথাবার্তা, হাঁটা-চলা সবকিছু অমিতাভ বচ্চনের মতো। সারাটা জীবন অমিতাভ বচ্চনের মিমিক্রি করেই কাটিয়ে দিয়েছেন ফিরোজ। সেই কারণেই অভিনয়ও করেছিলেন টুকটাক। ‘ভাবিজি ঘরপে হে’ নামক এক ছবিতে অভিনয় করেছিলেন সম্প্রতি। অমিতাভের এই ডুপ্লিকেট।
কেবল অমিতাভকে নকল করা নয়, ফিরোজ ছিলেন অমিতাভের অন্ধ ভক্তও। আর সেই কারণে অমিতাভকে নকল করা ছিল তাঁর পক্ষে সবচেয়ে সহজ এবং প্রিয় কাজ। অমিতাভের প্রত্যেকটি ছবির সংলাপ তাঁর ঠোঁটস্থ ছিল। ‘কুলি’ কিংবা ‘জ়ঞ্জির’-এর মতো ছবির সংলাপ তিনি অনর্গল বলতে পারতেন। সোশ্যাল মিডিয়াতে পেজ ছিল তাঁর। অমিতাভকে নকল করে ভিডিয়ো আপলোড করলেই লক্ষ-লক্ষ ভিউজ় পেতেন তিনি। ইনস্টাগ্রামে ফিরোজ খানের অনুগামী সংখ্যা লাখ ছাড়িয়েছে। ‘ভাবিজি ছাদ পার হে’, ‘সাহেব বিবি অউর বস’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন এই ডুপ্লিকেট অমিতাভ।
কেবল অমিতাভ বচ্চন নন, আরও অনেক বলিউড তারকাকে মিমিক্রি করতে পারতেন ফিরোজ। যেমন শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদের অবিকল নকল করে দেখাতে পারতেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন অনেকেই।