ভিজে গিয়েছে কর্মচারীদের পোশাক, ওয়ার্ডরোব থেকে নিজের টিশার্ট দিলেন বিগ বি
কিছুদিন আগে টুইটে মুম্বইবাসীদের সতর্ক করেছিলেন বিগ বি। লিখেছিলেন ‘#সাইক্লোন তাউটের প্রভাব শুরু হয়ে গিয়েছে… মুম্বইতে বৃষ্টি হচ্ছে… দয়া করে নিরাপদে থাকুন এবং সুরক্ষিত থাকুন… প্রার্থনা রইল।’
১৭ মে ঘূর্ণিঝড় তাউটের বিধ্বংসী অবতার দেখল দেশ। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জলচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল। ঝড়-জলের দাপটে ভেসে গিয়েছে পশ্চিম উপকূল। একে তো করনোর বেড়ে চলা প্রকোপ তার উপর বছরের প্রথম ঘূর্ণিঝড়ের কবল। এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। কিছুদিন আগে টুইটে মুম্বইবাসীদের সতর্ক করেছিলেন বিগ বি। লিখেছিলেন ‘#সাইক্লোন তাউটের প্রভাব শুরু হয়ে গিয়েছে… মুম্বইতে বৃষ্টি হচ্ছে… দয়া করে নিরাপদে থাকুন এবং সুরক্ষিত থাকুন… প্রার্থনা রইল।’
আরও পড়ুন ‘রাষ্ট্রপতি শাসন জারির প্রচেষ্টা?’, নারদ-কাণ্ডে সরব রাজ-মিমি-সায়নী
কিন্তু নিরাপদে থাকতে পারলেন না তিনি নিজেই। সোমবার সাইক্লোন তাউটের প্রভাব থেকে রেহাই মেলেনি তাঁর অফিস, (যার নাম জনক) কিংবা তাঁর কর্মচারীদরও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর অফিস। কর্মচারীরা মেরামতির কাজ চালাচ্ছিল, তাঁরাও পড়েছেন তাউটের কবলে। ভিজে গিয়েছে তাঁদের জামাকাপড়। অমিতাভ নিজে তাঁর ওয়ার্ডরোব থেকে কর্মচারীদের জন্য এনে দিয়ছেন পোশাক।
View this post on Instagram
অমিতাভ বচ্চন আরও লেখেন তাঁর কর্মীরা তাঁকে বিস্মিত করেছে। তুমুল বৃষ্টির কর্মীদের ইউনিফর্ম ভিজিয়ে দিলেও ক্ষয়ক্ষতি মেরামতির কাজ চালিয়ে গিয়েছেন তাঁরা। তিনি উল্লেখ করেন যে তিনি নিজের ‘পিঙ্ক প্যান্থার্স’ দলের টি-শার্ট (অভিষেক বচ্চনের কাবাডি টিম) তাঁদের অফার করেন।
তিনি লেখেন, ‘কর্মীরা এ জাতীয় পরিস্থিতিতে আশ্চর্যজনক ছিলেন .. তাঁদের ইউনিফর্মগুলি পুরো ভেজা এবং ফোঁটা ফোঁটা গড়িয়ে পড়ছিল তবে তাঁরা কাজ চালিয়ে যান .. এই লড়াইয়ে আমি আমার নিজের ওয়ার্ডরোব থেকে তাঁদের পোশাক এনে দিই এবং এখন তাঁরা গর্বের সঙ্গে চেলসি এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্সর সমর্থক হিসাবে চলেছে .. !!! ”