সঞ্জয় লীলা বনসালী এবং দীপিকা পাডুকোনের মধ্যে শুরু হয়েছে ঠাণ্ডা লড়াই! কিন্তু কেন?

শোনা যাচ্ছে দু’জনের মধ্যে ঠাণ্ডা লড়াই অনেক দিন থেকেই শুরু হয়েছে। আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাঈ’ করার কথা ঘোষণার সময় থেকেই পরিচালকের ওপর ক্ষুন্ন হন দীপিকা।

সঞ্জয় লীলা বনসালী এবং দীপিকা পাডুকোনের মধ্যে শুরু হয়েছে ঠাণ্ডা লড়াই! কিন্তু কেন?
দীপিকা-সঞ্জয় লীলা বনসালী
Follow Us:
| Updated on: Mar 29, 2021 | 2:42 PM

সঞ্জয় লীলা বনসালী এবং দীপিকা পাডুকোনের মধ্যে সম্পর্ক বেশ ভালই ছিল। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর তিন-তিনটে হিট ছবি এই জুটি আমাদের উপহার দিয়েছেন। সঞ্জয় লীলা বনসালী এবং দীপিকার ম্যাজিক বড় পর্দায় হিট। পর পর তাঁরা একসঙ্গে ছবি করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির হাওয়ায় খবর, সম্পর্কে চিড় ধরেছে দু’জনের মধ্যে। ঠান্ডা লড়াই চলছে। কিন্তু কী এমন হল দু’জনের মধ্যে?

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সঞ্জয় লীলা বনসালী দীপিকাকে ‘গাঙ্গুবাঈ’-তে একটি নাচের দৃশ্যে অভিনয়ের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু দীপিকা রাজি হননি। ‘গাঙ্গুবাঈ’-এর পরে একটি ওয়েব সিরিজ করছেন সঞ্জয় লীলা বনসালি। ‘হীরা মান্ডি’। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য দীপিকাকে বলেছিলেন পরিচালক। কিন্তু দীপিকা এই অনুরোধও খারিজ করে দেন। পর পর এই প্রত্যাখানে স্বাভাবিকভাবে ক্ষুন্ন হন সঞ্জয় লীলা বনসালী। দীপিকার এই ‘না’-কে মোটেই মেনে নিতে পারেননি পরিচালক। কিন্তু দীপিকা এইভাবে পর পর প্রত্যাখান করলেন কেন সঞ্জয় লীলা বনসালীকে?

শোনা যাচ্ছে দু’জনের মধ্যে ঠাণ্ডা লড়াই অনেক দিন থেকেই শুরু হয়েছে। আলিয়া ভাটকে নিয়ে ‘গাঙ্গুবাঈ’ করার কথা ঘোষণার সময় থেকেই পরিচালকের ওপর ক্ষুন্ন হন দীপিকা। ইন্ডাস্ট্রাতে গুঞ্জন, প্রথমে মুখ্য চরিত্রে দীপিকারই করার কথা ছিল। কিন্তু কথা রাখেননি পরিচালক। তাই গোঁসা হয় নায়িকার।

অনেক দিন আগে থেকেই ‘বাইজু বাওরা’ করার ইচ্ছে সঞ্জয় লীলা বনসালীর। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে তিনি এই ছবি করতে চান বলে বেশ কিছু দিন আগে তিনি জানিয়েছিলেন। কিন্তু দীপিকার এই পর পর প্রত্যাখানে এই ছবিতে তাঁর থাকা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন সঞ্জয় লীলা বনসালী এবং দীপিকা পাডুকোনের মধ্যে যথেষ্ট ভাল বোঝাপড়া। তাঁরা নিশ্চয়ই নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেবেন।

আরও পড়ুন :পিছিয়ে যাচ্ছে না ‘ভুল ভুলাইয়া ২’-এর রিলিজ, জানালেন প্রযোজক ভূষণ কুমার

প্রসঙ্গত উল্লেখযাগ্য, সঞ্জয় লীলা বনসালী সম্প্রতি করোনা-মুক্ত হয়েছেন। খুব শীঘ্রই তিনি ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং শুরু করবেন।