‘৪ মাসের সন্তানকে নিয়ে এত বড় রিস্ক’! অনীকের উপর অসন্তোষ

Aneek Dhar: রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও।

'৪ মাসের সন্তানকে নিয়ে এত বড় রিস্ক'! অনীকের উপর অসন্তোষ
রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও। এর পর বাংলা ইন্ডাস্ট্রিতে বানিয়েছেন নিজের পরিচয়। সমানতালে চলছে গান গাওয়া। তবে তিনি কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। কাজ থাকলেও পরিবারকে সময় দেন নিয়ম করে
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 10:11 PM

গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন গায়ক অনীক ধর। কোল আলো করে এসেছিল পুত্র সন্তান। এবার সেই অনীকই নিয়ে ফেললেন এক মস্ত বড় ‘রিস্ক’। অন্তত তেমনটাই দাবি করছেন নেটিজেনরা। কী এমন করেছেন অনীক যে তাঁকে পড়তে হল রোষের মুখে? এক ভিডিয়ো শেয়ার করেছেন অনীক। সেই ভিডিয়ো থেকেই জানা যাচ্ছে একরত্তিকে নিয়ে ঘুরতে যাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়েও। কাছেপিঠে কোথাও নয়, গায়ক ঘুরতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার জাকারতায়। অতটুকু ছেলেকে নিয়ে বিদেশ ট্যুর! সেই কারণেই রেগে গিয়েছেন অনেকেই। কমেন্ট এসেছেন, “যাচ্ছেন যান, কিন্তু সাবধানে যাবেন। সঙ্গে একরত্তি রয়েছে।” আর একজনের বক্তব্য, “ভাল ভাবে ঘুরে আসুন। তবে সাবধানে যাবেন।” অনীক যদিও দায়িত্ববান বাবা। প্লেনসফরের জার্নিও শেয়ার করেছেন তিনি। সব ঠিকই আছে। তাই চিন্তার কোনও কারণ নেই।

রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও। এর পর বাংলা ইন্ডাস্ট্রিতে বানিয়েছেন নিজের পরিচয়। সমানতালে চলছে গান গাওয়া। আপাতত পরিবারের জন্য বরাদ্দ তাঁর সময়। কাজ না হয় তোলা থাক দিন কয়েকের জন্য।

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)