‘গোঁফচুরি’ অঙ্কুশের, কেঁদে ভাসালেন অভিনেতা
সুকুমার রায়ের ‘গোঁফচুরি’ কবিতাটি পড়েছেন নিশ্চয়ই। হেডঅফিসের আপাত শান্ত বড়বাবু গোঁফচুরি হয়েছে ভেবে সারা অফিস জুড়ে হুলুস্থুল কাণ্ড বাধিয়েছিলেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গেও একই ‘বিপত্তি’। তবে ‘রেগে আগুন তেলে বেগুন’ নয়, সোশ্যাল মিডিয়াতেই কেঁদে ভাসালেন অঙ্কুশ। পেছনে একটানা বেজে চলল সোনু নিগমের ‘ভুলা দেঙ্গে তুমকো সনম’। শুটের প্রয়োজনেই গত ছয় মাস ধরে গোঁফ রেখেছিলেন অঙ্কুশ। […]
সুকুমার রায়ের ‘গোঁফচুরি’ কবিতাটি পড়েছেন নিশ্চয়ই। হেডঅফিসের আপাত শান্ত বড়বাবু গোঁফচুরি হয়েছে ভেবে সারা অফিস জুড়ে হুলুস্থুল কাণ্ড বাধিয়েছিলেন। অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গেও একই ‘বিপত্তি’। তবে ‘রেগে আগুন তেলে বেগুন’ নয়, সোশ্যাল মিডিয়াতেই কেঁদে ভাসালেন অঙ্কুশ। পেছনে একটানা বেজে চলল সোনু নিগমের ‘ভুলা দেঙ্গে তুমকো সনম’।
শুটের প্রয়োজনেই গত ছয় মাস ধরে গোঁফ রেখেছিলেন অঙ্কুশ। যে সে গোঁফ নয়। আকারে-আয়তনে একেবারে রাজকীয়। শনিবার ইনস্টাগ্রামে এক ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা। সেখানেই দেখা যাচ্ছে নিজেই রেজার দিয়ে মাঝখান থেকে কেটে ফেলছেন গোঁফ। জুড়েছেন কান্নাও। হাত নেড়ে আবার বিদায়ও জানাচ্ছেন শখের গোঁফকে। কিন্তু কেন?
View this post on Instagram
হতে পারে নতুন সিনেমার শুটের জন্য তাঁর ক্লিনশেভলুকই দরকার। অথবা নো-শেভ নভেম্বর পার হতেই স্টাইল বদলানোর ইচ্ছে হয়েছে তাঁর। তবে তাঁর গোফ হারানোর দুঃখে মজাই পেয়েছেন নেটিজেনদের বেশিরভাগ। একজন লিখেছেন, “অঙ্কুশ দা, তোমার কান্না দেখে হাসু পেয়ে গেল। স্যালুট তোমার সেন্স অব হিউমারকে। কী এক্সপ্রেশন।” অঙ্কুশ কিন্তু ভুলতেই পারছেন না ‘সনম’কে।