শাশ্বত আর রুদ্রনীল এ-বার ‘প্রতিদ্বন্দ্বী’, মুক্তি পেল ছবির ট্রেলার
রুদ্রনীলের কথায়, "এই ছবিতে থ্রিলার, ড্রামা আর অভিনয়ের এক অন্যরকম মিশেল দেখবে দর্শক"।
মুক্তি পেল শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ অভিনীত সপ্তস্ব বসু পরিচালিত ছবি প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় মহাসমারোহে হল ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। বসেছিল চাঁদের হাট। অনেকদিন পর একসঙ্গে হয়ে, সবার মুখেই তৃপ্তির হাসি।
পরতে পরতে রহস্য, রোমাঞ্চে মোড়া ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার। প্রতিদ্বন্দ্বী এই শব্দটা শুনলেই অনেক ভাবনা একসঙ্গে মাথায় ভিড় করে আসে৷ এই ছবিও এইরকম অনেক কিছুই ভাবাবে। শাশ্বত ওরফে ডক্টর বক্সী আর রুদ্রনীল ওরফে অঙ্কের শিক্ষক সুকুমার সেন এক সময়ের অভিন্ন হৃদয় বন্ধু। কিন্তু এমন কী ঘটল তাদের জীবনে, যে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন। অন্যদিকে সায়নী, সৌরভের সম্পর্কও মোড় নেয় প্রতিদ্বন্দ্বিতায়। এরপর চারজনের জীবন কোনদিকে এগোয়? দিনে দুপুরে একটি শিশুর অপহরণই বা হয় কেন? এইরকম অনেক প্রশ্নই উস্কে দেবে ‘প্রতিদ্বন্দ্বী’র ট্রেলার।
রুদ্রনীলের কথায়, “এই ছবিতে থ্রিলার, ড্রামা আর অভিনয়ের এক অন্যরকম মিশেল দেখবে দর্শক”। আর শাশ্বত অর্থাৎ সবার প্রিয় অপুদার একটাই বক্তব্য, “একটি ছবি থেকে প্রাপ্য অর্থ নয়, দর্শকদের মুখের হাসি, ভালবাসাই হল পরম প্রাপ্তি।” সমস্ত বাধা অতিক্রম করে ‘প্রতিদ্বন্দ্বী হলে মুক্তি পাবে। নিজের ছবি নিয়ে ভীষণই আশাবাদী পরিচালক সপ্তস্ব বসু। নতুন বছরের শুরুতে ১ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘প্রতিদ্বন্দ্বী’।