‘খুব প্রয়োজন…’, একাকী শীতের দিনে মনের ইচ্ছে অনুপম
Anupam Roy: সেই বিয়ের খবর হঠাৎই যখন সামনে এসেছিল শোরগোল পড়ে গিয়েছিল ভক্তমহলে। যদিও অনুপম এই প্রসঙ্গে সেভাবে মুখ খোলেননি। যতবারই প্রশ্ন করা হয়েছে বলেছেন আমি ভাল আছি।

বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে সঙ্গীতশিল্পী অনুপম রায়। ব্যক্তিসম্পর্কের জেরে চর্চিত এই গায়ক সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। সম্প্রতি তাঁর দ্বিতীয় স্ত্রীর বিয়ে নিয়ে সরগরম ছিল নেটপাড়া। অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্য়ায়ের হাত ধরেছেন তিনি। সেই বিয়ের খবর হঠাৎই যখন সামনে এসেছিল শোরগোল পড়ে গিয়েছিল ভক্তমহলে। যদিও অনুপম এই প্রসঙ্গে সেভাবে মুখ খোলেননি। যতবারই প্রশ্ন করা হয়েছে বলেছেন আমি ভাল আছি। আর ভক্তদের মাঝে নিত্য তাঁর উপস্থিতিত সেই আভাসই দেয়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই মনের ইচ্ছে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এবার শীতের সকালে রাখলেন নয়া আবদার, পৌষ সংক্রান্তি বলে কথা। এই সময় কারই না ইচ্ছে করে একটা পিঠে খেতে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় তাই পাটিসাপ্টার ছবি শেয়ার করে তিনি লিখলেন, পৌষের শেষে একটু পাটিসাপটা, একটু পিঠে বাঙালির খুব প্রয়োজন। প্রসঙ্গত তিনি যে ঠিক কেমন আছেন তা নিয়ে নিত্য হিসেব চলে নেটদুনিয়ায়। ৩১ ডিসেম্বর টলিপাড়ার আড্ডার আসরে তাঁকে দেখে যেমন অনেকের মনে হয়েছিল তিনি ভাল নেই। যিশু সেনগুপ্তের বাড়িতে বসেছিল আড্ডা। সৃজিত, অনুপম তো বটেই হাজির ছিলেন সৌরভ দাস-দর্শনা বণিক থেকে শুরু করে সস্ত্রীক পরিচালক শিবপ্রসাদও। সেখানেই গিটার বাজিয়ে গান ধরেন অনুপম। ব্যস ঘটে যায় ঘটনা। যিশু সেনগুপ্ত বাজানো শুরু করেন ড্রাম। ওদিকে সৃজিতের মুখে তখন মাউথ অরগ্যান। মধ্যরাতে জলসায় মুখরিত হতে থাকে সেনগুপ্ত বাড়ি। ভিডিয়ো সামনে আসতেই যদিও অনুপমের গায়কীর তারিফের থেকেও বেশি পরিমাণে চর্চা চলছে তিনি কতটা দুঃখে আছে তা বোঝানোর। তবে এবার তাঁর মিষ্টি আবদারের পোস্টে অন্য সুর ভক্তদের গলায়।





