রোজা রাখতে গিয়ে বিপত্তি, কী ঘটেছে রহমানের সঙ্গে?
AR Rahaman: চিকিৎসকরা তাঁর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এআর রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। খবর কানে আসতেই গায়কের খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

শনিবার লন্ডন থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন এআর রহমান। এরপরই তিনি অসুস্থবোধ করেন। রাত সাড়ে ১১টা নাগাদ তিনি চেকআপের জন্য হাসপাতালে যান। তখনই হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় রহমান। সঙ্গীত পরিচালকের মুখপাত্র জানিয়েছেন, শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশনের জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। লন্ডন থেকে ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন। রমজানে রোজা রাখছেন বলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
চিকিৎসকরা তাঁর ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এআর রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। খবর কানে আসতেই গায়কের খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইনস্টাগ্রামে তিনি নিজেই অস্কারজয়ী এআর রহমানের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবর শেয়ার করেছে। লিখেছেন, ‘আমি শুনেছি সঙ্গীত সম্রাট এআর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার ওঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। তিনি এখন ভাল আছেন এবং শীঘ্রই ওঁকে ছেড়ে দেওয়া হবে বলেই খবর। এটা শুনে আমি আশ্বস্ত হয়েছি।’
View this post on Instagram
গায়কের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় বলেন, “হার্ট সংক্রমণ নিয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন। তিনি শনিবার লন্ডন থেকে ফিরেছেন এবং দীর্ঘ জার্নির কারণে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। আর রোজা রাখার কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। এরপর রাতেই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।”





