আয়ুষ্মান নয়, ‘আদর্শম্যান’: নতুন অবতারে ‘ভিকি ডোনার’

সম্প্রতি নতুন ছবির ঘোষণা করলেন আয়ুষ্মান। ছবির নাম 'ডক্টর জি'।

আয়ুষ্মান নয়, 'আদর্শম্যান': নতুন অবতারে 'ভিকি ডোনার'
আয়ুষ্মান না আদর্শম্যান!
Follow Us:
| Updated on: Dec 26, 2020 | 9:26 AM

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) সবসময় একটু ব্যতিক্রমী। তাঁর অভিনীত চরিত্রগুলো দেখলেও তা ভীষণ স্পষ্ট। শুধু অভিনয় দিয়ে তাঁর চরিত্রের এ দিক বিচার করা ঠিক হবে না। তাঁর নতুন ব্র্যান্ড এন্ডোর্সমেন্টগুলির ক্ষেত্রেও তাঁর দর্শন একই রকম মনে হয়। একটি নতুন গাড়ি বাজারে আসছে। টোয়োটা কিরলোসকার। ব্র্যান্ডের মুখ হিসেবে পর্দায় আসতে চলেছেন আয়ুষ্মান। কিন্তু না সশরীরে নয়। একেবার নতুন এক অবতারে। এক নতুন অ্যানিমেশন চরিত্রের মধ্য দিয়ে। আর সেই অ্যানিমেশন অবতারের নাম, আয়ুষ্মান নয়, ‘আদর্শম্যান’।

আরও পড়ুন পায়ে চোট দেবের, পর্দার ‘দাদু’কে দেখতে শুটিং সেটে নাতি

‘আরবান ক্রুজার’ ও আয়ুষ্মান

আয়ুষ্মান এ প্রসঙ্গে বলেন, “আমি সব সময় চেয়েছি নতুনত্ব এবং ফ্রেশ ফর্ম্যাটের মাধ্যমে নতুন কিছু তুলে ধরতে। তাই, , ‘আদর্শম্যান’-এর ধারণার বিষয়টা শুনেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণ ‘আরবান ক্রুজার’-এর সফল ব্র্যান্ড প্রমোট করতে এবং আমার ফ্যানেদের সঙ্গে কানেক্ট করতে ভীষণ সাহায্য করবে। আমার এই নতুন অবতারে দর্শকদের কাছে পৌঁছতে পেরে আনন্দ হচ্ছে।”

সম্প্রতি নতুন ছবির ঘোষণা করলেন আয়ুষ্মান। ছবির নাম ‘ডক্টর জি’। পরিচালক অনুরাগ কাশ্যপের বোন অনুভূতি কাশ্যপ। ইনস্টাগ্রামে হাতে ছবির স্ক্রিপ্ট নিয়ে আয়ুষ্মান ছবি পোস্ট করে লেখেন, “পরামর্শের জন্য শীঘ্রই খোলা হচ্ছে।” আয়ুষ্মান জানান তিনি স্ক্রিপ্টের প্রেম পড়ে গেছেন কারণ গল্পে রয়েছে নতুনত্ব। তিনি বলেন, “এটি একটি অত্যন্ত অনন্য এবং উদ্ভাবনীয় ভাবনা যা আপনাকে হাসাবে এবং একই সঙ্গে আপনাকে ভাবিয়ে তুলবে I আমার কেরিয়ারে প্রথম আমি ডাক্তারের কোট গায়ে পরতে চলেছি এবং আমি এমন এক বার্তা পৌঁছে দেব যা আপনার হৃদয়ের সঙ্গে সরাসরি যোগস্থাপন করবে।“