প্রয়াত দেবীদাস ভট্টাচার্য, করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক
অসুস্থ হওয়ার আগে পর্যন্ত আকাশ আট চ্যানেলে ধারাবাহিক 'বৃদ্ধাশ্রম ২'-এর কাজ করছিলেন দেবীদাস ভট্টাচার্য।
প্রয়াত পরিচালক দেবীদাস ভট্টাচার্য। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সূত্রের খবর, আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর।
সূত্রের খবর, গত ২ ডিসেম্বর প্রথম জ্বর এসেছিল অভিনেতার। সেই সঙ্গে ছিল সর্দি-কাশির উপসর্গও। এরপর টেস্ট করা হলে দেখা যায় কোভিডে আক্রান্ত হয়েছেন পরিচালক। প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর। একটি কিডনি না থাকার কারণে ক্রমশ জটিল হতে থাকে পরিস্থিতি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর আজ মহামারীর কাছে হার মানলেন পরিচালক।
অসুস্থ হওয়ার আগে পর্যন্ত আকাশ আট চ্যানেলে ধারাবাহিক ‘বৃদ্ধাশ্রম ২’-এর কাজ করছিলেন দেবীদাস ভট্টাচার্য। যদিও জ্বর আসার পরই সেটে যাওয়া বন্ধ করেন তিনি। তারপর টেস্ট করানোয় ধরা পড়ে যে করোনা হয়েছে তাঁর। এরপর ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে ফেসবুকে একটি বিজ্ঞপ্তি দিয়ে আর্থিক ভাবে পরিচালকের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে সাহায্যও চাওয়া হয়েছিল। ছোটপর্দার কলাকুশলীরা অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পোস্ট শেয়ারও করেছিলেন।
পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। ফেসবুকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও জানিয়েছেন দেবীদাস ভট্টাচার্যের মৃত্যুর খবর। অন্যদিকে আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি শঙ্কর চক্রবর্তী বলেছেন, “অনেকদিনের পরিচয়। একসঙ্গে অনেক কাজ করেছি। ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখেছিলাম। তারপর পরিচালক হয়েছিল। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়েও কাজ করেছিল। মূলত টেলিভিশনেই পরিচালনা করত ও। কোভিডে চলে গেল।”