Tiyasha Lepcha: ‘আর প্রেম নয়, এবার সোজা বিয়ে’ জন্মদিন সাফ কথা তিয়াসার

Tiyasha: 'কৃষ্ণকলি' সিরিয়ালের শ্যামাকে মনে আছে? এক বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি। তাই জন্য 'কৃষ্ণকলি' শেষ হওয়ার পরেও আবার এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তাই তো বেশ কয়েক বছর পরে হলেও তাঁদের দেখা যায় 'বাংলা মিডিয়াম' সিরিয়ালে। তবে এই গল্প বেশি দিন না চললেও শ্যামা অর্থাত্‍ অভিনেত্রী তিয়াসা লেপচার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। তবে অনেক দিন তাঁকে দেখা যাচ্ছে না পর্দায়।

Tiyasha Lepcha: 'আর প্রেম নয়, এবার সোজা বিয়ে' জন্মদিন সাফ কথা তিয়াসার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2024 | 4:56 PM

‘কৃষ্ণকলি’ সিরিয়ালের শ্যামাকে মনে আছে? এক বছর পরেও নিখিলের আর শ্যামার জুটির ভক্ত সংখ্যা কম হয়নি। তাই জন্য ‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পরেও আবার এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তাই তো বেশ কয়েক বছর পরে হলেও তাঁদের দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে।

তবে এই গল্প বেশি দিন না চললেও শ্যামা অর্থাত্‍ অভিনেত্রী তিয়াসা লেপচার জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল আর পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। এক সময় যাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখন নায়িকাকে কোথাও দেখা যাচ্ছে না। তিয়াসার জন্মদিনে সেই প্রশ্নই যেন আরও উস্কে দিয়েছে দর্শক। নায়িকার ফ্যান পেজ ভরে গিয়েছে এই একটা প্রশ্নেই। সকলের বক্তব্য, নায়িকাকে কেন দেখা যাচ্ছে না পর্দায়? ১৬ অগস্ট তাঁর জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে প্রচুর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

এই বিশেষ দিনে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় তিয়াসার সঙ্গে। সারা রাত জন্মদিনের সেলিব্রেশন করে তিনি তখনও আধ ঘুমে। ১৪ অগস্ট রাতে জন্মদিন পালন করার কোনও ইচ্ছা ছিল না নায়িকার। আরজি কর কাণ্ডের প্রভাব পড়েছে তাঁর মনে। অভিনেত্রী বলেন,”এই পরিস্থিতিতে সেলিব্রেশনের কোনও ইচ্ছাই নেই আমার। তাও বাড়ির সবাই জোর করল। তাই রাতে কেক কেটেছি। অনেক রাত অবধি জেগে ছিলাম বলে সকালে উঠতে দেরি হল। বনগাঁয় নিজের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে।” অভিনেত্রী আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে পর্দায়।

তিয়াসা বলেন, “এত চিন্তার কিছু নেই। অনেক জায়গায়ই কথা বলছি। দেখা যাক। হয়তো পুজোর পরেই একটা সুখবর শোনাতে পারব সবাইকে।” অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি নায়িকা অভিনেতা সোহেল দত্তর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন,”আর প্রেম নয় এবার সোজা বিয়ে করব।” নায়িকার মনের মানুষটি কে? সেই উত্তর পাওয়ার আশায়ই সবাই।