‘বয়স লুকিয়ে কী হবে…’ ভাস্বরের প্রকৃত বয়স শুনে ‘অবাক’ নেটিজেনরা

কোভিড টিকা নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। ক্যাপশনে লিখেওছিলেন, "কোভিড টিকার প্রথম ধাপ অতিক্রম করেছি।" এর পরেই কমেন্টের বন্যা।

'বয়স লুকিয়ে কী হবে...' ভাস্বরের প্রকৃত বয়স শুনে 'অবাক' নেটিজেনরা
ভাস্বর চট্টোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 2:32 PM

করোনা রুখতে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। আর তাতেই তাঁর মহিলা অনুরাগীদের চোখ কপালে। ‘চিরসবুজ’ ভাস্বরের যে ৪৫ পেরিয়েছে, সে কথা মানতেই নারাজ একাংশ। কেউ লিখছেন, ‘অসম্ভব’, আবার কারও মতে , “দেখে তো ভাবলাম মেরেকেটে ৩৫।

কোভিড টিকা নিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। ক্যাপশনে লিখেওছিলেন, “কোভিড টিকার প্রথম ধাপ অতিক্রম করেছি।” এর পরেই কমেন্টের বন্যা। বাদ যাননি ‘রান্নাঘর’-এর সুদীপা চট্টোপাধ্যায়ও। বন্ধু ভাস্বরকে মজার ছলে তাঁর মন্তব্য, “কোনো দরকার ছিলো- এই ছবিটা দেবার? ৪৫ হয়ে গ্যাছে- না বললে,কেউ জানতো না। ধ্যাত্!” সঙ্গে আবার মাথা চাপড়ানোর ইমোজি।

ওদিকে ভাস্বর আবার নিজের বয়স লুকোতে একেবারে নারাজ। তাঁর যুক্তি, “বয়স লুকিয়ে কী হবে! তার থেকে যত ফ্রেশ এবং ইয়ং থাকব ততই লোকে ভিরমি খাবে।” অভিনেতা রসবোধ দেখে মজায় ভক্তরা। তবে ‘বাচ্চা অনুরাগিণী’দের আবার মন খারাপ। প্রিয় অভিনেতা যে ‘২১-এর যুবক’ নন জানতে পেরে দুঃখপ্রকাশও করেছেন কেউ কেউ। তবে তাই বলে তাঁদের ভালবাসায় কমতি নেই। কথাতেই তো বলে, “বয়সে কী আসে যায়!”