রাখি সাওয়ান্তের চোখে জল, ‘বিগ বস ১৪’ পাল্টে দিয়েছে তাঁর জীবন

রাখি সাওয়ান্তকে নিয়ে সারা দেশ মজা করলেও রাখির জীবন থেকে সমস্ত ‘মজা’ উধাও হয়ে গিয়েছিল। তিনি ক্রমশই ডুবে যাচ্ছিলেন হতাশায়।

রাখি সাওয়ান্তের চোখে জল, ‘বিগ বস ১৪’ পাল্টে দিয়েছে তাঁর জীবন
রাখি সাওয়ান্ত
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 2:10 PM

‘বিগ বস ১৪’ থেকে সম্প্রতি বেরিয়ে এসেছেন রাখি সাওয়ান্ত। বেরিয়ে এলেও ‘বিগ বস ১৪’-এর স্মৃতি ভুলতে পারছেন না তিনি। এই জনপ্রিয় টেলিভিশন শো তাঁকে অনেক কিছু দিয়েছে। এতটাই মজে আছেন তিনি, সম্প্রতি বিগ বস-এর সমস্ত প্রতিযোগীদের নিয়ে পার্টিও করছেন রাখি। ‘বিগ বস ১৪’ থেকে বেরিয়ে রাখির জীবন অনেকটাই বদলে গিয়েছে।

রাখি সাওয়ান্তকে নিয়ে সারা দেশ মজা করলেও রাখির জীবন থেকে সমস্ত ‘মজা’ উধাও হয়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই তাঁর কষ্টের জীবন। খুব নাচতে ভালবাসত রাখি। কিন্তু তাঁর মামা একদম পছন্দ করতেন না নাচ। রাখিকে মারধোর করতেন। তবু হাল ছাড়েনি জেদি মেয়ে। মার সহ্য করেও নাচটা চালিয়ে গিয়েছেন। অভিনয়ে আসা নিয়েও বাবার সঙ্গে প্রচণ্ড অশান্তি। বাবা একেবারেই চান না মেয়ে অভিনয় করুক। কিন্তু মেয়ে নাছোড়বান্দা। শেষমেশ রাখি এলেন অভিনয়ে। কিন্তু ‘অপমান’ পিছু ছাড়ল না। ঘর থেকে বাইরে এল ‘গঞ্জনা’। রাখি দেখতে ভাল না, ইংরেজি বলতে পারে না–সব কিছু নিয়েই বিদ্রুপ। রাখি মুখ খুললেই দুনিয়া ঠাট্টা করে। তবু সব কিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছেলেন তিনি। ক্রমশই ছোট করে আনছিলেন নিজের পৃথিবী। কোথায় যাবে রাখি? ঘরে-বাইরে জ্বলছে অপমানের আগুন। তবু সব কিছু মেনে নিয়ে নিজের কাজে ডুবে ছিলেন রাখি।

কর্মে মুক্তি। এই কথা অক্ষরে অক্ষরে ফলে গেল রাখির জীবনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন ‘বিগ বস ১৪’ তাঁর জীবন পাল্টে দিয়েছে। এই টেলিভিশন শো-এ অংশগ্রহণ করে প্রচুর মানুষের ভালবাসা তিনি পেয়েছেন এবং পাচ্ছেন। এই শো যেন এক নতুন রাখির জন্ম দিয়েছে। এই শো-এর জন্যই সলমন খানের মত বড় মাপের মানুষের সংস্পর্শে আসতে পেরেছেন। সলমন খান তাঁর মায়ের ক্যানসার চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেছেন।

আরও পড়ুন :রণবীর ছাড়া আলিয়ার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে?

রাখি তবুও ভয় পাচ্ছেন! এত ভালবাসা গুছিয়ে রাখতে পারবেন তো তিনি? সাক্ষাৎকার দিতে গিয়ে রাখির চোখে জল, তিনি বলেছেন, “সব যেন কেমন স্বপ্ন বলে মনে হচ্ছে!”