শাহরুখ-অনুষ্কা এবং সলমনের জীবনে ‘ট্র্যাক্টর’ রয়েছে এক বিশেষ ভূমিকায়!

কৃষক আন্দোলনে উত্তাল গোটা দেশ। বিক্ষোভ, অবস্থানে সরগরম দিল্লি-পঞ্জাব। কৃষক মানেই লাঙল চষা হাত, ফেটে যাওয়া কাদা মাখা পায়ে ক্লান্তির ঘাম এবং ট্যাক্টর। বিগত কয়েক মাস ধরে কৃষকদের আন্দোলনে এই ট্র্যাক্টরই কিন্তু কেড়ে নিয়েছে লাইমলাইট। বলিউডও কিন্তু বহু ছবিতেই এই ট্র্যাক্টর সিন দিয়েই করেছে বাজিমাত। সে সলমন খানই হন অথবা শাহরুখ খান। লিস্টে রয়েছেন অনুষ্কা শর্মাও। দেখে নিন ছবিতে...

| Updated on: Jan 27, 2021 | 5:17 PM

কৃষক আন্দোলনে উত্তাল গোটা দেশ। বিক্ষোভ, অবস্থানে সরগরম দিল্লি-পঞ্জাব। কৃষক মানেই লাঙল চষা হাত, ফেটে যাওয়া কাদা মাখা পায়ে ক্লান্তির ঘাম এবং ট্যাক্টর। বিগত কয়েক মাস ধরে কৃষকদের আন্দোলনে এই ট্র্যাক্টরই কিন্তু কেড়ে নিয়েছে লাইমলাইট। বলিউডও কিন্তু বহু ছবিতেই এই ট্র্যাক্টর সিন দিয়েই করেছে বাজিমাত। সে সলমন খানই হন অথবা শাহরুখ খান। লিস্টে রয়েছেন অনুষ্কা শর্মাও। দেখে নিন ছবিতে...

কৃষক আন্দোলনে উত্তাল গোটা দেশ। বিক্ষোভ, অবস্থানে সরগরম দিল্লি-পঞ্জাব। কৃষক মানেই লাঙল চষা হাত, ফেটে যাওয়া কাদা মাখা পায়ে ক্লান্তির ঘাম এবং ট্যাক্টর। বিগত কয়েক মাস ধরে কৃষকদের আন্দোলনে এই ট্র্যাক্টরই কিন্তু কেড়ে নিয়েছে লাইমলাইট। বলিউডও কিন্তু বহু ছবিতেই এই ট্র্যাক্টর সিন দিয়েই করেছে বাজিমাত। সে সলমন খানই হন অথবা শাহরুখ খান। লিস্টে রয়েছেন অনুষ্কা শর্মাও। দেখে নিন ছবিতে...

1 / 7
সানি দেওল-  
তাঁর 'আড়াই কিলোর হাতে' এক সময় বুঁদ ছিল বলিউড। 'গদর' ছবিতে ট্র্যাক্টর চালিয়েছিলেন তিনিও। তাঁর সেই বিখ্যাত গান, 'ম্যায় নিকলা গাডি লেকে'...মনে পড়ে?

সানি দেওল- তাঁর 'আড়াই কিলোর হাতে' এক সময় বুঁদ ছিল বলিউড। 'গদর' ছবিতে ট্র্যাক্টর চালিয়েছিলেন তিনিও। তাঁর সেই বিখ্যাত গান, 'ম্যায় নিকলা গাডি লেকে'...মনে পড়ে?

2 / 7
শাহরুখ খান- 
রোম্যান্স তাঁর সহজাত। আর এক রোম্যান্টিক ছবিতেই ট্র্যাকটর চালিয়েছিলেন শাহরুখ। ছবির নাম 'জাব হ্যারি মেট সেজল'। ছবির পরিচালক ইমতিয়াজ আলি। সেই ইমতিয়াজ আলির যার 'রকস্টার' ছবিটি প্রেমের নতুন পাঠ পড়িয়েছিল সিনেপ্রেমীদের।

শাহরুখ খান- রোম্যান্স তাঁর সহজাত। আর এক রোম্যান্টিক ছবিতেই ট্র্যাকটর চালিয়েছিলেন শাহরুখ। ছবির নাম 'জাব হ্যারি মেট সেজল'। ছবির পরিচালক ইমতিয়াজ আলি। সেই ইমতিয়াজ আলির যার 'রকস্টার' ছবিটি প্রেমের নতুন পাঠ পড়িয়েছিল সিনেপ্রেমীদের।

3 / 7
মনে করতে পারছেন না, ঠিক কোন দৃশ্যে ট্র্যাক্টর চালিয়েছিলেন শাহরুখ? 'বাটারফ্লাই' গানটি মনে করুন। ওই গানেই কিন্তু অনুষ্কার সঙ্গে ট্র্যাক্টরের স্টিয়ারিংয়ে হাত লাগিয়েছিলেন কিং খান। এমনকি ছবির প্রোমোশনের সময়েও ট্র্যাক্টর ছিল তাঁর সঙ্গী।

মনে করতে পারছেন না, ঠিক কোন দৃশ্যে ট্র্যাক্টর চালিয়েছিলেন শাহরুখ? 'বাটারফ্লাই' গানটি মনে করুন। ওই গানেই কিন্তু অনুষ্কার সঙ্গে ট্র্যাক্টরের স্টিয়ারিংয়ে হাত লাগিয়েছিলেন কিং খান। এমনকি ছবির প্রোমোশনের সময়েও ট্র্যাক্টর ছিল তাঁর সঙ্গী।

4 / 7
সলমন খান
শেলি লিখেছিলেন, "ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড'? শাহরুখ ট্র্যাক্টর চালিয়েছেন অনস্ক্রিন, সলমন পিছিয়ে থাকবেন তা কী করে হয়? সুপারহিট ছবি 'সুলতান'-এ সলমন চালিয়েছিলেন ট্র্যাক্টর। শুধু চালাননি, দক্ষতার সঙ্গে চালিয়েছিলেন ভাইজান।

সলমন খান শেলি লিখেছিলেন, "ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড'? শাহরুখ ট্র্যাক্টর চালিয়েছেন অনস্ক্রিন, সলমন পিছিয়ে থাকবেন তা কী করে হয়? সুপারহিট ছবি 'সুলতান'-এ সলমন চালিয়েছিলেন ট্র্যাক্টর। শুধু চালাননি, দক্ষতার সঙ্গে চালিয়েছিলেন ভাইজান।

5 / 7
অনুষ্কা শর্মা- 
ওই একই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। ট্র্যাক্টর চালিয়েছিলেন তিনিও। তবে অনুষ্কা নয়, ওই ছবিতে আদপে ট্র্যাক্টর চালানোর কথা ছিল দীপিকার। কারণ, অনুষ্কা নয়, ওই ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিল দীপিকা।

অনুষ্কা শর্মা- ওই একই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। ট্র্যাক্টর চালিয়েছিলেন তিনিও। তবে অনুষ্কা নয়, ওই ছবিতে আদপে ট্র্যাক্টর চালানোর কথা ছিল দীপিকার। কারণ, অনুষ্কা নয়, ওই ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিল দীপিকা।

6 / 7
অক্ষয় কুমার 
প্রভুদেবা পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিং ইজ ব্লিং' ছবিটির কথা মনে আছে? ওই ছবিতেও কিন্তু একটি দৃশ্যে বেশ সাহসের সঙ্গে ট্র্যাক্টর চালিয়েছিলেন অক্ষয়।

অক্ষয় কুমার প্রভুদেবা পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সিং ইজ ব্লিং' ছবিটির কথা মনে আছে? ওই ছবিতেও কিন্তু একটি দৃশ্যে বেশ সাহসের সঙ্গে ট্র্যাক্টর চালিয়েছিলেন অক্ষয়।

7 / 7
Follow Us: