শাহরুখ-অনুষ্কা এবং সলমনের জীবনে ‘ট্র্যাক্টর’ রয়েছে এক বিশেষ ভূমিকায়!
কৃষক আন্দোলনে উত্তাল গোটা দেশ। বিক্ষোভ, অবস্থানে সরগরম দিল্লি-পঞ্জাব। কৃষক মানেই লাঙল চষা হাত, ফেটে যাওয়া কাদা মাখা পায়ে ক্লান্তির ঘাম এবং ট্যাক্টর। বিগত কয়েক মাস ধরে কৃষকদের আন্দোলনে এই ট্র্যাক্টরই কিন্তু কেড়ে নিয়েছে লাইমলাইট। বলিউডও কিন্তু বহু ছবিতেই এই ট্র্যাক্টর সিন দিয়েই করেছে বাজিমাত। সে সলমন খানই হন অথবা শাহরুখ খান। লিস্টে রয়েছেন অনুষ্কা শর্মাও। দেখে নিন ছবিতে...
Most Read Stories