‘সে নিজেই সব কিছু অতিক্রম করতে পারে’, কীসের ইঙ্গিত দিলেন নুসরত?
কখনও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা, কখনও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা নিয়ে ট্রোলিং- সত্যিই তো একার হাতেই সবটাই সামলাচ্ছেন নুসরত।
সবুজ রঙা শর্ট ড্রেস। কানো ঝোলা দুল। পায়ে হিল। মানানসই মেকআপ। ঠিক এমন লুকেই বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অভিনেত্রী (Actress) তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। হ্যাঁ, তাঁর ছবি তো অনুরাগীদের পছন্দ বটেই। কিন্তু ছবির সঙ্গে যে ক্যাপশন দিয়েছেন, তা নিয়ে নতুন করে আলোচনা চলছে সিনে দুনিয়ায়।
নুসরত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একা… সে নিজেই সব কিছু অতিক্রম করতে পারে।’ না! এ কথা তাঁর নিজের জন্য বলা কি না, তা স্পষ্ট করেননি। তবে যেহেতু গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে নুসরতের দাম্পত্য, চর্চায় রয়েছে অভিনেতা যশের সঙ্গে তাঁর প্রেমের জ্ল্পনা, সে কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করা হয়েছে। আর এ সব সামলাতেই এই ইঙ্গিত কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
View this post on Instagram
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নিখিল–নুসরতের সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছে। ‘এস ও এস কলকাতা’ ছবিটি করতে গিয়েই নাকি যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নুসরতের। দু’জনে একসঙ্গে নাকি রাজস্থানে বেড়াতেও গিয়েছিলেন। দাম্পত্য সম্পর্কে এতটাই চিড় ধরেছে যে, এটাও শোনা যাচ্ছে নুসরত এখন নিখিলের সঙ্গে থাকছেন না! বরং নিজের বাড়ি পাম অ্যাভেনিউতেই থাকছেন তিনি।
কখনও ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা, কখনও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা নিয়ে ট্রোলিং- সত্যিই তো একার হাতেই সবটাই সামলাচ্ছেন নুসরত। সে কারণেই হয়তো আজকের এই পোস্ট। অন্তত এমনটাই মনে করছেন অনুরাগীদের একটা বড় অংশ।
সম্প্রতি TV9 বাংলার এক সাক্ষাৎকারে নুসরত বলেন, “ট্রোলড আমি আজ থেকে নই, বহু বছর থেকেই হচ্ছি। ট্রোলাররা শিখিয়ে দেয় আরও কতটা শক্ত হতে হবে। এই কারণে আমি তাঁদের ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন, টেলি পাড়ার নতুন জুটি, জিতু-সম্পূর্ণার ‘হয়তো তোমারই জন্য’