Amitabh-Abhishek: বাবার পথে হাঁটলেন অভিষেক, রবিবার বিকেলে কী চমক দিলেন বিগ-বি

Viral Post: শুটিং-এর জন্য বাইরে না গেলে, কিংবা অসুস্থ না হলে কোনও রবিবার দর্শকদের সঙ্গে দেখা করা ছাড়েননি অমিতাভ বচ্চন। একমাত্র করোনার সময় জমায়েত আটকাতে তিনি বেশ কয়েকদিন বাইরে আসেননি।

Amitabh-Abhishek: বাবার পথে হাঁটলেন অভিষেক, রবিবার বিকেলে কী চমক দিলেন বিগ-বি
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 5:33 PM

মুম্বই নগরী যাঁরা ভ্রমণে যান, তাঁদের তালিকায় সেলেবদের বাড়ি মাঝে মধ্যেই থাকে। সব তারকা না হলেও মন্নত কিংবা জলসা, এই দুই ফটকের দর্শন যেন না করলেই নয়। আর যদি হয় রবিবার, তাহলে কেবল পর্যটকদের ভিড়ই নয়, পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হয়ে যান অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে। আজ প্রায় তিন দশক ধরে তিনি নিয়ম করে রবিবার বিকেলে ভক্তদের দর্শন নিয়ে থাকেন। খালি পায়ে এসে হাত জোর করে প্রণাম জানান সকলকে। এই নিয়ে একটা পোস্টও করেছিলেন তিনি। যেখানে অমিতাভ বচ্চনকে লিখতে শোনা যায়, তিনি প্রতিটা ক্ষেত্রে এই বিষয় সচেতন থাকেন, দর্শক তাঁর কাছে ভগবান। তাই খালি পায়ে তাঁদের সামনে হাজির হন তিনি।

শুটিং-এর জন্য বাইরে না গেলে, কিংবা অসুস্থ না হলে কোনও রবিবার দর্শকদের সঙ্গে দেখা করা ছাড়েননি অমিতাভ বচ্চন। একমাত্র করোনার সময় জমায়েত আটকাতে তিনি বেশ কয়েকদিন বাইরে আসেননি। অনুরোধ করেছিলেন সকলকেই বাড়িতে থাকতে। তাই নিয়ম মেনে এই রবিবারও অমিতাভ বচ্চন হাজির হলেন। তবে একা নন, সঙ্গে রইলেন অভিষেক বচ্চন। তিনিও বাবার মতো সকলকে হাত জোড় করে প্রণাম জানালেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় একজন পোস্ট করে লেখেন, ‘বাবা কা বেটা, আপনারা আমাদের জন্য যা যা করেছেন তার জন্য ধন্যবাদ।’ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই পোস্ট তুলে ধরলেন অমিতাভ বচ্চন। এই ছবি দেখা মাত্রই কমেন্ট বক্সে ভক্তদের মত, তবে কী বাবার পথেই হাঁটলেন অভিষেক, এবার থেকে কী প্রতি রবিবারই অমিতাভ বচ্চনের সঙ্গে হাজির হলেন অভিষেক বচ্চন! সে উত্তর সময় দেবে।