Jawan Show Time: মধ্যরাত্রে শাহরুখকে দেখতে কতটা ভিড় উপচে পড়বে? এ রাজ্যে ‘জওয়ান’-এর শো রাত সওয়া ২টোয়

Show Time: একপ্রকার রাত জেগেই অপেক্ষায় থাকবেন ভক্তরা। কলকাতা নিউটাউন এলাকার মিরাজে এই শো রাখা হয়েছে। তবে চমক এখানেই শেষ নয়।

Jawan Show Time: মধ্যরাত্রে শাহরুখকে দেখতে কতটা ভিড় উপচে পড়বে? এ রাজ্যে 'জওয়ান'-এর শো রাত সওয়া ২টোয়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 3:25 PM

‘পাঠান’ ছবি যেন শাহরুখ খানে কামব্যাকের ট্রেলার, ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত’, মনে মনে বোধহয় শাহরুখ খান পাঠান সেলিব্রেশনে এমনটাই ভেবেছিলেন। কারণ যখন প্রথম শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল, ঠিক সেই সময়ই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়। শাহরুখ খানের কথায়, তাঁর জীবনের সেরা অ্যাকশন ছবি ‘জওয়ান’। রোম্যান্টিক হিরোকে এবার দক্ষিণী স্টাইলে অ্যাকশনে দেখতে মরিয়া ভক্তরা। কারও কথায় KGF টোন, কেউ আবার শাহরুখ খানের এই ছবিকে বলিউড বাদশার এক অন্যমাত্রার কাজের তকমা দিতে চান। বড়পর্দায় ছবি মানেই সুপারস্টার উন্মাদনা। কারও হাতে মালা, কারও হাতে আবার সুপারস্টারের পোস্টার।

টিকিট কাউন্টারের সামেন মধ্যরাত থেকে লম্বা লাইন। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এসবই মাঝের কয়েকবছরে হয়ে গিয়েছিল ইতিহাস। সেই স্বাদ আবারও ফিরিয়ে আনলেন কিং খান। না, এবার আর ছবি মুক্তির আগের দিন ঘুম নেই দর্শকদের চোখে। কারণ শাহরুখ ভক্তদের জন্য বাংলার বুকে প্রথম শো টাইম স্থির করা হয় ভোর ৫টায়। তাই একপ্রকার রাত জেগেই অপেক্ষায় থাকবেন ভক্তরা। কলকাতা নিউটাউন এলাকার মিরাজে এই শো রাখা হয়েছে। তবে চমক এখানেই শেষ নয়।

এবার মধ্যরাতে শাহরুখ খানের শো টাইম স্থির করা হল, কোথায় গেলে দেখা যাবে মধ্য রাতে কিং খানকে? রায়গঞ্জ। রায়গঞ্জের এক প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার গভীর রাতে, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ২.১৫ মিনিটে রায়গঞ্জের এক প্রেক্ষাগৃহে দেখা যাবে এই শো। তবে কি উপচে পড়া টিকিটের চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত? গোটা ভারতের বুকে এই প্রথম কোনও ছবির জন্য গভীর রাতের শো স্থির করা হল। একইভাবে ভোর ৫টায় প্রথম কলকাতাতেই ‘জওয়ান’ ছবি দেখানো হচ্ছে। এখন দেখার এই বিপুল সংখ্যক শো কতটা দর্শক টানতে পারে? বাংলার বুকে এই ছবির ডিস্ট্রিবিউটর SVF।