ওর সঙ্গে ন’টি ছবি করেছি, আটটিতে ঐশ্বর্য্য আমার থেকে বেশি পারিশ্রমিক পেয়েছে: অভিষেক বচ্চন
Abhishek-Aishwarya: ২০১৮ সালে এক অনুষ্ঠানে, ফিল্ম নির্মাতা সুজিত সরকার অভিষেককে জিজ্ঞাসা করেন যে তিনি তাঁর মেয়ে আরাধ্যার অভিনেত্রী হওয়ার নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ কি করবেন?
আর পাঁচটা ইন্ডাস্ট্রির মতো বলিউডেও প্রকট লিঙ্গ বৈষম্য। অনেকে মনে করেন এই বৈষম্যের প্রমাণ মেলে অভিনত্রীদের পারিশ্রমিকে। যা কিনা কোনওভাবে একজন অভিনেতার সমকক্ষ নয়। বহু অভিনেত্রী বছরের পর বছর ধরে এ হেন সমস্যাটি উত্থাপন করেছেন যে তারা প্রায়শই একই কাজের জন্য সহকর্মী অভিনেতার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন।
তবে অনেক অভিনেতা এই অভিযোগ অস্বীকারও করেছেন। ২০১৮ সালে, অভিষেক বচ্চন বলেন যে তাঁর স্ত্রী ঐশ্বর্য্য রাইয়ের সঙ্গে তিনি ন’টি ফিল্মে অভিনয় করেছিলেন কিন্তু তার মধ্যে আটটি ছবিতে ঐশ্বর্য্যকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে।
২০১৮ সালে এক অনুষ্ঠানে, ফিল্ম নির্মাতা সুজিত সরকার অভিষেককে জিজ্ঞাসা করেন যে তিনি তাঁর মেয়ে আরাধ্যার অভিনেত্রী হওয়ার নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ কি করবেন? উত্তরে অভিষেক বলেন, “না। কিন্তু আমি এর জবাব দেওয়ার আগে আমি কিছু প্রসঙ্গ এবং দৃষ্টিভঙ্গি বিষয়ে বলতে চাই। আমার কাছের দুই মহিলা, আমার মা এবং আমার স্ত্রী তাঁদের নিজস্ব শর্তে এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এমন কিছু যা তাঁরা করতে চাননি তা করতে তাঁদের কখনও বাধ্য করা হয়নি।”
তিনি আরও যোগ করে বলেন, “অন্যান্য ব্যবসা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে লিঙ্গ সমতা নিয়ে বিশাল বিতর্ক রয়েছে। আমি আমার স্ত্রীর সঙ্গে ন’টি ছবিতে কাজ করেছি এবং তার মধ্যে আটটিতে সে আমার চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছে। ‘পিকু’-তে দীপিকা (পাড়ুকোন) সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। এটি একটি ব্যবসা এবং আপনি যদি বিক্রয়যোগ্য অভিনেত্রী হন তবে সে অনুযায়ী আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়। আপনি একজন নবাগতে হয়ে শাহরুখ খানের মতো পারিশ্রমিক পাওয়ার দাবি করতে পারেন না।”