Amitabh Secret: ‘কলকাতায় শুরু মদ্যপান…’, অসুস্থ অমিতাভের কলমে এবার নেশা ছাড়ার উপায়

Amitabh Blog: বর্তমানে আবারও কলম ধরে বেজায় খুশি অমিতাভ। কোনও রটনা নয়। নিজের সমস্ত খবর নিজেই দিয়ে থাকেন তিনি।

Amitabh Secret: 'কলকাতায় শুরু মদ্যপান...', অসুস্থ অমিতাভের কলমে এবার নেশা ছাড়ার উপায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 1:53 PM

অমিতাভ বচ্চন, বর্তমানে যাঁকে নিয়ে ভক্ত মনে উদ্বেগ তুঙ্গে। শুটিং সেটে আহত হয়ে দিনের পর দিন বাড়িতেই কাটছে তাঁর। তবে অবসর নেই ভক্তদের সঙ্গে যোগাযোগের। সেক্ষেত্রে বারে বারে অভিনেতা তাঁর ব্লগের মাধ্যমে নানা প্রসঙ্গে মন্তব্য করে চলেছেন। কখনও বিষয় হয়ে উঠছে তাঁর শারীরিক অসুস্থতা, কখনও আবার তাঁর লেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে অতীতের কোনও ঘটনা। সব মিলিয়ে অমিতাভ বচ্চন এখন মাঝে মধ্যেই যে কলম ধরছেন তা নিয়ে বেশ উৎসাহী ভক্তরা। তবে একটা সময় এই ব্লগ নিয়েই তাঁকে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছিল। তাঁর ব্লগের ভিউ কমে যাচ্ছিল। তিনি সাফ জানিয়েছিলেন, তিনি আর লিখবেন না। লেখা পড়ার মানসিকতা কমে যাচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল সেই খবর। তবে বর্তমানে আবারও কলম ধরে বেজায় খুশি অমিতাভ। কোনও রটনা নয়। নিজের সমস্ত খবর নিজেই দিয়ে থাকেন তিনি। যার ফলে ভক্তরাও প্রতিটা পলকে নজর রেখে চলেছেন এই ব্লগে।

এবার তাঁর আলোচনার প্রসঙ্গ ধূমপান। অমিতাভ বচ্চনও একটা সময় ব্যপকহারে ধূমপান করতেন। পাশাপাশি মদ্যপানেও ছিলেন খানিক আসক্ত। তবে কোথাও গিয়ে যেন অমিতাভ বচ্চন একটা সময়ের পর বুঝতে পেরেছিলেন তিনি এইভাবে বেশিদিন সুস্থ থাকতে পারবেন না। তারপরই একটা বয়স পেরিয়ে অমিতাভ সিদ্ধন্ত নিয়ে ফেলেন তিনি নিজেকে সরিয়ে নেবেন এই নেশা থেকেষ মদ্যপান শুরু প্রসঙ্গে অমিতাভ বচ্চন জানান, সিটি অব জয় (কলকাতা)য় কর্মরত অবস্থায় মদ্যপান শুরু করেছিলেন অমিতাভ বচ্চন।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সকলের মতো তিনিও পরিস্থিতির সঙ্গে বয়ে গিয়েছিলেন একটা সময়। প্রসঙ্গত অমিতাভ বচ্চন বর্তমানে বিশ্রামে রয়েছে। সম্প্রতি তিনি প্রজেক্ট কে ছবির শুটিংয়ে আহত হন। ভেঙে যায় পাঁজর। টানা একমাসের ওপর তিনি ক্যামেরা থেকে দূরে। সুস্থ হতে আরও বেশ কিছুদিন লাগবে বলেই পরিবার সূত্রে খবর।