হাউহাউ করে কাঁদছেন অনুষ্কা, ভাইরাল অভিনেত্রীর আট বছরেরও আগের এক ভিডিয়ো
Viral Video: যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল ২০১৩ সালে, প্রায় আট বছর আগে। ভিডিয়োটি অবশ্য তোলা হয়েছে তারও আগে।
হাউহাউ করে কাঁদছেন অনুষ্কা শর্মা। চিৎকারও করছেন বিপরীতে দাঁড়ানো ব্যক্তির দিকে তাকিয়ে। নেই মেকআপ। কালো টি শার্টে অনুষ্কা তখন সদ্য তরুণী। এই রকমই একটা ভিডিয়ো হঠাৎ করেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেই ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল ২০১৩ সালে, প্রায় আট বছর আগে। ভিডিয়োটি অবশ্য তোলা হয়েছে তারও আগে। যে সময়ে তোলা সে সময় অনুষ্কা অভিনেত্রী অনুষ্কা শর্মা ছিলেন না। ছিলেন, ‘স্ট্রাগেলার’। আর সেই কারণেই ভর্তি হয়েছিলেন অভিনয়ের স্কুলেও। সেখানেই একটি দৃশ্য রিহারস করার সময়কার ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে ভিডিয়ো ক্লাসের বাকি বন্ধুদের সঙ্গে বেশ জমিয়ে অভিনয় শিখছেন অনুষ্কা। দরকারে গ্লিসারিন লাগিয়ে হাউহাউ করে কাঁদছেনও। কমেন্ট বক্সে অনেকেরই বক্তব্য, “তোমার আগে লুক্সই অনেক ভাল ছিল অনুষ্কা’। অনেকেই আবার তাঁর ‘ন্যাচেরাল অ্যাক্টিং’য়ের প্রশংসাও করেছেন।
আগে এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, “১৫ বছর বয়স থেকে বাতিল হওয়ার মুখোমুখি হয়েছি আমি। এটা নিয়ে কথা বলতে চাই না, কারণ তার প্রয়োজন নেই। কিন্তু পর পর বিভিন্ন শো থেকে বাদ পড়তে থাকি। এটাই ইন্ডাস্ট্রি বা জীবনের অঙ্গ। কিন্তু ওই বয়সে তোমাকে কেমন দেখতে, তার উপর বিচার করা বলে মানসিক ভাবে খুব চাপ তৈরি হয়। সে সব সহ্য করতে হয়েছে আমাকে।”
আরও পড়ুন: শ্রীময়ী গাড়ির দরজা আটকাল, আমার বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে: পিঙ্কি
২০১৮-এ মুক্তি পেয়েছিল ‘জিরো’। সেটাই বড়পর্দায় অনুষ্কা শর্মার (Anushka Sharma) শেষ ছবি। তার পর থেকে তাঁর অভিনয় আর দেখেননি দর্শক। ‘পাতাল লোক’ বা ‘বুলবুল’-এর মতো প্রজেক্ট প্রযোজনা করেছেন, যা মুক্তি পেয়েছে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। মা হয়েছেন অনুষ্কা। ভামিকাকে নিয়েই এখন সময় কাটছে তাঁর। মেয়ে একটু বড় হলে ফের অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে।