Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asha Parekh: কঙ্গনাকে জিজ্ঞেস করুন তাঁর কেন মনে হয় ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব তৈরি হয় না: আশা পারেখ

Kangana Ranaut: এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির বান্ধবীদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন আশা পারেখ। কেবল তাই নয়, তাঁদের সঙ্গে দেশ-বিদেশে বেড়াতেও যান তিনি। তবে কঙ্গনার বন্ধুত্ব তৈরি হয়নি বলিউড অন্দরের সঙ্গে। অভিনেতা, অভিনেত্রী, ছবি নির্মাতা--কারও সঙ্গেই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারেননি কঙ্গনা। অন্যদের বিষয়ে সর্বদাই সুর শোনা গেছে তাঁর মুখে। তিনি কটাক্ষ করেছেন নির্দয়ভাবে।

Asha Parekh: কঙ্গনাকে জিজ্ঞেস করুন তাঁর কেন মনে হয় ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব তৈরি হয় না: আশা পারেখ
(বাঁ দিকে) কঙ্গনা রানাওয়াত; আশা পারেখ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2023 | 7:07 PM

কঙ্গনা রানাওয়াতের মনে হয়, বলিউডে আসল বন্ধুত্বের অভাব আছে। এ নিয়ে মন্তব্যও করেছেন তিনি। কঙ্গনার এই মন্তব্যর তীব্র বিরোধিতা করেছেন প্রবীণ অভিনেত্রী আশা পারেখ। তিনি জানিয়েছেন, বলিউডে তাঁর প্রিয় বান্ধবীরা ছিলেন ওয়াহিদা রেহমান এবং হেলেন। তাঁদের সঙ্গে আজও দারুণ বন্ধুত্ব রয়েছে আশার।

বলিউডে এরকম বন্ধুত্ব এখনও আছে? প্রশ্ন করায় আশা বলেন, “আপনাদের তো কঙ্গনাকে জিজ্ঞেস করা উচিত, তাঁর কেন মনে হয় এমন ধরনের বন্ধুত্ব নেই। আমার মনে হয়, এটা মানুষের উপর নির্ভর করে যে, তাঁরা কোনও ব্যক্তির সঙ্গে গভীর বন্ধুত্বের বন্ধন তৈরি করতে চান কি না। কঙ্গনা কিন্তু আমার প্রতি খুবই সুন্দর ব্যবহার করেছিল। আমাকে সমর্থনও করেছিল।”

এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির বান্ধবীদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন আশা পারেখ। কেবল তাই নয়, তাঁদের সঙ্গে দেশ-বিদেশে বেড়াতেও যান তিনি। তবে কঙ্গনার বন্ধুত্ব তৈরি হয়নি বলিউড অন্দরের সঙ্গে। অভিনেতা, অভিনেত্রী, ছবি নির্মাতা–কারও সঙ্গেই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারেননি কঙ্গনা। অন্যদের বিষয়ে সর্বদাই সুর শোনা গেছে তাঁর মুখে। তিনি কটাক্ষ করেছেন নির্দয়ভাবে।

কঙ্গনা অভিনীত ‘তেজস’ মুক্তি পাবে কিছুদিন পরই। ২৭ অক্টোবর, অর্থাৎ দিপাবলীর আগেই মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত এই ছবিটি। ছবির পরিচালক সর্বেষ মাওয়ারা। ছবিতে এক এয়ার ফোর্স পাইলটের চরিত্র দেখা যাবে কঙ্গনাকে।