Ayushmann Khurrana: মালদ্বীপ গিয়ে কার টেলিস্কোপে মহাকাশ দেখলেন আয়ুষ্মান? শেয়ার করেছেন চাঁদের ছবিও

মালদ্বীপে এসে ২০ বছরের মার্ভিনের সঙ্গে আলাপ হয়েছে আয়ুষ্মানদের। তিনি চাইতেন মহাকাশচারী হতে। কিন্তু ভাগ্যের ফেরে ম্যারিন বায়োলজিস্ট হয়ে গিয়েছেন। তাই তাঁর কাছে এই টেলিস্টোপ ছিল। তাঁর কথা ক্যাপশনে উল্লেখও করেছেন আয়ুষ্মান। 

Ayushmann Khurrana: মালদ্বীপ গিয়ে কার টেলিস্কোপে মহাকাশ দেখলেন আয়ুষ্মান? শেয়ার করেছেন চাঁদের ছবিও
মালদ্বীপে আয়ুষ্মান খুরানা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 11:30 PM

সপরিবারে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন আয়ুষ্মান খুরানা। সেখান থেকে টেলিস্কোপে আকাশের চাঁদকে নতুন করে দেখলেন অভিনেতা। সেই ছবিও তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, “চাঁদের ওয়্যাক্সিং গিব্বাস। অসাধারণ। চাঁদকে দেখেছেন সম্প্রতি? টেলিস্কোপ দিয়ে দেখলে মনে হয়ে কত উজ্জ্বল। আমরা জুপিটারের ৪টি চাঁদ দেখলাম। জুপিটারের ৭৯টি চাঁদ আছে…”। টেলিস্কোপের ক্যামেরায় তোলা চাঁদের ছবিও শেয়ার করেছেন আয়ুষ্মান।

মালদ্বীপে এসে ২০ বছরের মার্ভিনের সঙ্গে আলাপ হয়েছে আয়ুষ্মানদের। তিনি চাইতেন মহাকাশচারী হতে। কিন্তু ভাগ্যের ফেরে ম্যারিন বায়োলজিস্ট হয়ে গিয়েছেন। তাই তাঁর কাছে এই টেলিস্টোপ ছিল। তাঁর কথা ক্যাপশনে উল্লেখও করেছেন আয়ুষ্মান।

রণবীর-আলিয়া, অজয় দেবগণ, পরিণীতি চোপড়া, বাংলার রাজ-শুভশ্রী, দেব রুক্মিণীর পর এবার মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন, আনন্দ করছেন আয়ুষ্মান খুরানা, তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ ও তাঁদের সন্তানরা। সেখানে গিয়েই স্ত্রীকে মেরিলিন মনরোর মতো মনে হয়েছে আয়ুষ্মানের।

আয়ুষ্মানের শেয়ার করা চাঁদের ছবি

বহু সাক্ষাৎকারে একাধিকবার আয়ুষ্মান বলেওছেন, তিনি মেরিলিন মনরোর কতবড় ভক্ত। অন্যদিকে তাহিরার ইনস্টাগ্রামে গেলেও মিলছে তাঁদের মালদ্বীপ ভ্রমণের মজার মুহূর্তের ছবি। মেয়ে ভারুষ্কা ও তাঁর নাম খোদাই করা কাঠের নেমপ্লেট বসানো ছোট্ট তিন পায়ের বাহনে চেপে মা-মেয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছেন মালদ্বীপের অলিগলি। তারিহা ক্যাপশনে লিখেছেন, “চিরজীবনের সোলমেটস আমরা। সারাজীবন বাঁদর হয়ে থেকেছি আমরা।” ভিডিয়োটিতে আকর্ষণ কেড়েছে নেপথ্য সঙ্গীত। মান্না দে-র গাওয়া ‘শোলে’ ছবির ‘ইয়ে দোস্তি’ বাজতে দেখা যায় সেখানে। গাড়ি চালান তাহিরা। পিছনে রিকশার মতো সিটে বসে ভারুষ্কা।

‘রোডিজ়’-এর প্রথম সিজ়নের প্রতিযোগী আয়ুষ্মান। সেসময়ই তাঁর মধ্যে অন্য কিছু আবিষ্কার করতে পেরেছিলেন বিচারক থেকে আমজনতা। তারপর ছবির জগতে যাত্রা শুরু। ভাল গানও করেন আয়ুষ্মান। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তাঁর ভিন্ন স্বাদের ছবি বলিউডে নতুন জঁরের জন্ম দিয়েছে – ‘আয়ুষ্মান টাইপ’ ছবি।

আরও পড়ুন: Sunny Leone: স্বামী ড্যানিয়েলের জন্মদিন ধুমধাম করে পালন করলেন সানি; দেখুন ছবিতে