Bobby Deol: ‘এ কী করে সম্ভব?’ সহ্য করতে না পেরে মদের নেশায় ডুবেছিলেন ববি
Bobby Deol: সকলের মনে এই উচ্ছ্বাস দেখে তিনি কখনও কাঁদছেন, কখনও আবার হাসছেন, উপভোগ করছেন তাঁর সাফল্যের প্রতিটা মুহূর্তে। যে ববি দেওল একটা সময় বরসাত, গুপ্ত-এর মতো ছবি উপহার দিয়েছিলেন বলিউডকে, সেই ববি দেওলকে যে সকলে ভুলে যাবেন, তা তিনি বিশ্বাস করে উঠতে পারেননি।
কথায় বলে পুরোনো চাল ভাতে বাড়ে। তা যেন পরতে পরতে প্রমাণ করে দিচ্ছে ২০২৩ সাল। শাহরুখ খানের হাত ধরে যেভাবে বক্স অফিসে অন্য মাত্রায় আয় করছে, তা এক কথায় বলতে গেলে স্বপ্ন। বলিউড যখন ধুঁকছিল, ৩০০ কোটির আয় যেন সোনার কাঠি ছোঁয়ার মতো, ঠিক তখনই ১০০০ কোটির স্বপ্ন নয়, বাস্তব আয় করে দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই তালিকায় ছিল গদর ২। সানি দেওল। বলিউডে একের পর এক হিট ছবি দেওয়া অভিনেতা যে গদর ২ ছবির মাধ্যমে এতটা ব্যবসা করবে, তা অনেকেই ভাবতে পারেননি। ৬০০ কোটির ব্যবসা করে তাক লাগিয়েছিলেন তিনিই। এবার পালা ববি দেওলের। না, নতুন প্রজন্মের কোনও অ্যাকশন হিরো নয়, ববি দেওল একটিও সংলাপ না বলে, কেবল ব্যক্তিত্বের জোরে যেভাবে দাপটের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে জায়গা করে নিয়েছেন, তা এখন দর্শকদের মুখে মুখে প্রশংসিত।
সকলের মনে এই উচ্ছ্বাস দেখে তিনি কখনও কাঁদছেন, কখনও আবার হাসছেন, উপভোগ করছেন তাঁর সাফল্যের প্রতিটা মুহূর্তে। যে ববি দেওল একটা সময় বরসাত, গুপ্ত-এর মতো ছবি উপহার দিয়েছিলেন বলিউডকে, সেই ববি দেওলকে যে সকলে ভুলে যাবেন, তা তিনি বিশ্বাস করে উঠতে পারেননি। অনেকেই মেনে উঠতে পারেননি যে ববি দেওলও বক্স অফিসে এভাবে ঝড় তুলতে পারেন। ফলে একটা সময় নয়া ট্রেন্ডের নামে বেশ কিছু স্টারকে ভুলে গিয়েছিল মূল ধারার ছবি নির্মাতারা। সেই তালিকায় ছিলেন ববি দেওল। একটা কাজের জন্য কতই না অনুরোধ করেছেন। যখন একের পর এক না, শুনতে হয়েছিল তাঁকে, মদ্যপানে ডুবে গিয়েছিলেন তিনি। অবসাদ গ্রাস করেছিল তাঁকেয একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কেউ তাঁকে ডাকতেন না। অনেকে দেখেও চিনতে পারতেন না। এরপরই আশ্রম দিয়ে কামব্যাক তাঁর। এখন বহু ছবির প্রস্তাব পৌঁছে যাচ্ছে ববি দেওলের কাছে।