Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bobby Deol: আচমকাই বাঘের আক্রমণ, মৃত্যুর মুখ থেকে ফেরেন ববি দেওল

Bobby Deol: 'অ্যানিম্যাল' স্টার যে একবার ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, তা ক'জন জানেন? একবার এক ছবির শুট করতে গিয়ে বাঘের মুখ থেকে বাঁচতে হয়েছিল তাঁকে। ছবির নাম বরসাত। ১৯৯৫ সালে এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সেই ছবির শুটিং সেটেই ভয়ানক অভিজ্ঞতা হয় অভিনেতার।

Bobby Deol: আচমকাই বাঘের আক্রমণ, মৃত্যুর মুখ থেকে ফেরেন ববি দেওল
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 9:00 PM

সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা ববি দেওল। রণবীর কাপুরের ছবিতে এবার এক বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবির নাম অ্যানিম্যাল। বর্তমানে ছবির কাজ শেষ। ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে এই অ্যানিম্যাল স্টার যে একবার ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, তা ক’জন জানেন? একবার এক ছবির শুট করতে গিয়ে বাঘের মুখ থেকে বাঁচতে হয়েছিল তাঁকে। ছবির নাম বরসাত। ১৯৯৫ সালে এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সেই ছবির শুটিং সেটেই ভয়ানক অভিজ্ঞতা হয় অভিনেতার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল জানালেন, এক ফাইটের দৃশ্যে আসল বাঘ আনা হয়েছিল। সামনেই ছিলেন ট্রেনাররা। যাতে বাঘটি দৌড়ে ববি দেওলের কাছে ঝাঁপিয়ে যায়, ভাল শট আসে, সেই কারমেই নাকি তাঁর কাঁধের কাছে একটি মাংসের টুকরো রাখা হয়। যা খাবলে তুলে নেওয়ার দৃশ্যই শুট করার কথা ছিল। তবে বাঘটি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সেকেন্ডে মধ্যে ববি দেওলরে গায়ে ঝাঁপিয়ে পড়ে। সামান্য ইঞ্চি দূরে ছিল তার নখ।

ববি দেওলের কথায়, ”আমরা ইতালিতে শুট করছিলাম। আমরা শুনেছিলাম, সেখানে এমন একজন রয়েছে, যাঁর কাছে ট্রেনিং দেওয়া বাঘ রয়েছে। তাঁর একটি ছোট্ট চিরিয়াখানাও রয়েছে। তবে সেই অভিজ্ঞতা ভয়ানক। ববি আরও বলেন, তাকে আমায় হাত দিয়েই থামাতে হত। তার থাবা ভীষণ ভারী। আমার মুখের সামনে চলে এসেছিল তার মুখ। তবে সেই মুহূর্তে আমি পরিস্থিতির কথা না ভেবে কেবল শটটা ভাল করে দেওয়ার চেষ্টা করেছিলাম।” তবে এদিন ববি দেওলের কথায় স্পষ্ট ছিল তাঁর সেই পরিস্থিতি ঠিক কতটা ভয়ানক হয়ে উঠেছিল। ববি দেওল স্পষ্ট করে দিয়েছিলসেন যে তিনি ঠিক কীভাবে সেই পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রেখেছিলেন কেবল ছবির কথা ভেবে।