NCB: এনসিবি’র কাছে ফোন জমা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ ছবি-চ্যাট মুছেছেন অনন্যা?
সূত্র বলছে, শুধু ছবি -চ্যাটই নয় ভয়েস নোট থেকে শুরু করে নম্বর-- অনেক কিছুই নাকি মুছে ফেলা হয়েছে অনন্যার ফোন থেকে।
বিপাকে অনন্যা পাণ্ডে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যেই দুই বার জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন তাঁকে। সোমবারও এনসিবি’র দফতরে ডাক পড়েছে তাঁর। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে উঠছে বিস্ফোরক এক অভিযোগ। সেই অভিযোগ নিয়ে অফিসিয়ালি এখনও কোনও বিবৃতি এনসিবি’র তরফে প্রকাশিত না হলেও সূত্র বলছে, কেন্দ্রীয় ওই মাদকবিরোধী সংস্থার কাছে ফোন জমা দেওয়ার আগে নাকি তা থেকে গুরুত্বপূর্ণ নথি, ছবি মুছে ফেলেছেন অনন্যা।
সূত্র বলছে, শুধু ছবি -চ্যাটই নয় ভয়েস নোট থেকে শুরু করে নম্বর– অনেক কিছুই নাকি মুছে ফেলা হয়েছে অনন্যার ফোন থেকে। এ দিন সংবাদ সংস্থা এএনআইকে এনসিবির তরফে জানানো হয়, অনন্যার ব্যাঙ্ক অ্যাকাউণত থেকে কিছু সন্দেহজনক লেনদেনের প্রমাণও তাঁদের কাছে রয়েছে। কী কারণে ওই লেনদেন সে সব খতিয়ে দেখছে তারা। পাশাপাশি নজরে রাখা হচ্ছে আরিয়ান ও অনন্যার গাঁজা নিয়ে এক হোয়াটসঅ্যাপ চ্যাটও।
শুক্রবার চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। আরিয়ান খানের সঙ্গে তাঁর এক হোয়াটসঅ্যাপ চ্যাটই এখন এনসিবি’র নজরে। আরিয়ানের সঙ্গে মাদক (গাঁজা) নিয়ে কথাবার্তা রয়েছে সেই চ্যাটে। আরিয়ান অনন্যাকে গাঁজার যোগান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। অনন্যা সম্মতি জানিয়েছিলেন। যদিও অনন্যা নাকি জানিয়েছেন, গাঁজা যে আদপে মাদক সে বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন না। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আরিয়ানের সঙ্গে নিছকই মজা করতেই এমনটা বলেছেন তিনি। তবে অনন্যা আরিয়ানকে গাঁজার যোগান দিয়েছিলেন কিনা, বা মাদক সরবরাহকারীদের সঙ্গে অনন্যার প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি এনসিবি। আর সে কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আবারও এনসিবি অফিসে ডাক পড়েছে অনন্যার।
আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন
আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস