NCB: ‘এটা কোনও প্রযোজনা সংস্থা নয়’, দেরি করায় এনসিবি’র রোষের মুখে অনন্যা!
মাঝে বেশ কয়েক ঘণ্টা পেরিয়েছে। সূত্রের খবর অনন্যার দেরি হওয়া নিয়ে নাকি অসন্তুষ্ট এনসিবি কর্মকর্তা। মাদককাণ্ডে অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের রোষের মুখেও নাকি পড়তে হয়েছে ওই স্টারকিডকে।
শুক্রবার দ্বিতীয় বারের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে হাজির হয়েছিলেন অনন্যা পাণ্ডে। সঙ্গে ছিলেন বাবা চাঙ্কি। অনন্যার পৌঁছনোর কথা ছিল সকাল এগারোটা নাগাদ। কিন্তু তার বদলে তাঁকে এনসিবি অফিসে ঢুকতে দেখা যায় বেলা আড়াইটে নাগাদ। কেন এত দেরি হল তাঁর, তা নিয়ে উঠছিল নানা প্রশ্ন।
মাঝে বেশ কয়েক ঘণ্টা পেরিয়েছে। সূত্রের খবর অনন্যার দেরি হওয়া নিয়ে নাকি অসন্তুষ্ট এনসিবি কর্মকর্তা। মাদককাণ্ডে অন্যতম তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের রোষের মুখেও নাকি পড়তে হয়েছে ওই স্টারকিডকে। সূত্র আরও জানাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য অনন্যা এনসিবি দফতরে প্রবেশ করা মাত্রই নাকি তাঁকে সমীর স্পষ্ট জানান, এটি প্রযোজনা সংস্থা নয়, মাদকবিরোধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে তিনি যাতে সময়ে আসেন সে বিষয়েও অনন্যাকে আগে থেকেই সতর্ক করেছেন সমীর।
শুক্রবার চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনন্যাকে। আরিয়ান খানের সঙ্গে তাঁর এক হোয়াটসঅ্যাপ চ্যাটই এখন এনসিবি’র নজরে। আরিয়ানের সঙ্গে মাদক (গাঁজা) নিয়ে কথাবার্তা রয়েছে সেই চ্যাটে। আরিয়ান অনন্যাকে গাঁজার যোগান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। অনন্যা সম্মতি জানিয়েছিলেন। যদিও অনন্যা নাকি জানিয়েছেন, গাঁজা যে আদপে মাদক সে বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন না। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, আরিয়ানের সঙ্গে নিছকই মজা করতেই এমনটা বলেছেন তিনি। তবে অনন্যা আরিয়ানকে গাঁজার যোগান দিয়েছিলেন কিনা, বা মাদক সরবরাহকারীদের সঙ্গে অনন্যার প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি এনসিবি। আর সে কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আবারও এনসিবি অফিসে ডাক পড়েছে অনন্যার।
আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন
আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস