Hema Malini: ‘এমন বিয়ে কে চায়?’ ধর্মেন্দ্রর সঙ্গে ঘর বাঁধতে চাননি হেমা
Relationship: ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী মোটেও তাঁকে এই বিষয় নাকি কিছুই বলেননি। মিডিয়ার সামনে একবারই মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। তাঁর কোনও সমস্যাই নেই। তবে জানেন কি এই বিয়ে নাকি করতেই চাননি হেমা মালিনি।

হেমা মালিনি, পর্দার তখন তিনি ড্রিমগার্ল। যাঁর প্রতিটা পদে পদে ভক্ত সংখ্যা বেড়ে চলেছিল বিপুল। তবে তিনি মন দিয়েছিলেন অভিনেতা ধর্মেন্দ্রকে। তবে ততদিনে ধর্মেন্দ্র বিবাহিত। তাঁর সংসার রয়েছে। তাঁর স্ত্রী প্রকাশ কৌরের চার সন্তান রয়েছে। এই পর্যায় তিনি স্থির করেছিলেন হেমা মালিনিকে বিয়ে করবেন। যদিও এই সম্পর্কের জেরে হেমা খবরের শিরোনামে জায়গা করে নিলেও ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী মোটেও তাঁকে এই বিষয় নাকি কিছুই বলেননি। মিডিয়ার সামনে একবারই মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ধর্মেন্দ্র দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। তাঁর কোনও সমস্যাই নেই। তবে জানেন কি এই বিয়ে নাকি করতেই চাননি হেমা মালিনি।
সিমি গেরেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ধর্মেন্দ্রকে মন দিয়েছিলেন ঠিকই। তবে বিয়ে করতে চাননি কোনও দিন। কোনও পরিবার চায় এমন বিয়ে। তিনি স্থির করেছিলেন একান্তই যদি কোনওদিন বিয়ের পিঁড়িতে বসতে হয়, তিনি ধর্মেন্দ্রর মতো কাউকে বিয়ে করবেন। ধর্মেন্দ্রকে বিয়ে করবেন না। তবে ধর্মেন্দ্র এই বিষয় কখনই কিছু চাপিয়ে দেননি হেমার ওপর। এরপরই হেমা বলেন, তবে কীভাবে সবটা হয়ে গেল জানি না। হেমা ঘর ভাঙতে চাননি, তবে সম্পর্কের কাছে কোথাও গিয়ে হার মেনেছিলেন এই জুটি। তবে প্রথম পরিবারের প্রতি কোনও দায়িত্বই এড়িয়ে যেতে দেখা যায়নি ধর্মেন্দ্রকে। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন প্রথম থেকেই যে দুই পরিবারই তাঁর নিজের। যদিও একটা সময় দুই পরিবারের মধ্যে খানিক দূরত্ব বেড়েছিল, তবে তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। সকলের সঙ্গে সঙ্গে হেমাকে মেনে নিয়েছিল গোটা পরিবার। এখন অধিকাংশ অনুষ্ঠানই তাঁরা এক সঙ্গেই কাটিয়ে থাকেন।





