শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা দিলীপ কুমার
মাস খানেক আগেই একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অভিনেতাকে। স্ত্রী শায়রা বানু সে সময় জানিয়েছিলেন রুটিন চেকআপের জন্যই ভর্তি করা হয়েছেন দিলীপ কুমারকে।
অসুস্থ কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। ভর্তি করা হল মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে ৯৮ বছর বয়সী ওই অভিনেতার। এই মুহূর্তে বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।
মাস খানেক আগেই একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অভিনেতাকে। স্ত্রী শায়রা বানু সে সময় জানিয়েছিলেন রুটিন চেকআপের জন্যই ভর্তি করা হয়েছেন দিলীপ কুমারকে। দিলীপ ঘনিষ্ঠ ফইজল ফারুকি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “প্যানিক করার মতো কিছু হয়নি। এই রুটিন চেকআপগুলো সময়ে সময়ে করা উচিত। ও একদম ভাল আছে।” কিন্তু এ বার তাঁর শ্বাসকষ্টের সমস্যার কথা প্রকাশ্যে আসায় উদ্বেগ বেড়েছে অনুরাগীদের মধ্যে।
Veteran actor Dilip Kumar has been admitted to PD Hinduja Hospital in Mumbai. He was having breathing issues since past few days, says his wife Saira Banu pic.twitter.com/eNn4hfhELL
— ANI (@ANI) June 6, 2021
গত বছর করোনায় দুই ভাইকেই হারিয়েছেন কিংবদন্তী ওই অভিনেতা। আসলাম খান মারা গিয়েছেন ৮৮ বছরে এবং এহসান খান প্র্যাত হয়েছেন ৯০ বছরে। ২০২০র মার্চ থেকেই স্ত্রী শায়রা বানুর সঙ্গে নিজেকে আইসোলেশনে রেখেছেন দিলীপ কুমার। চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে দেখা যায়নি তাঁকে। আপাতত অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর ভক্তরা।
আরও পড়ুন- নুসরতের মা হওয়ার খবরের পর নিখিলের নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়