Ayan’s Reaction: ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির দেবথিম মুক্তি পেয়েছে, কিন্তু কে করবেন এই চরিত্র, কী প্রতিক্রিয়া অয়নের?
Ayan's Reaction: তাহলে আবারও প্রশ্ন কে দেব? অনেক নাম উঠে এসেছে সময়ে সময়ে। যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম রণবীর সিং, যশ, হৃত্বিক রোশনের।
‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির প্রধান চরিত্র দেব। এটা প্রথম ছবি দেখেই সকলে জানেন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবি ওটিটি-তে আসতে চলেছে ৪ নভেম্বর। এবার প্রযোজক করণ জোহর দেব থিম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ে এলেন। একটি ভিডিয়ো শেয়ার করে করণ ক্যাপশন দিয়েছেন, ‘একটা শক্তি উন্মোচিত হওয়ার অপেক্ষায়, দেবথিম বেরিয়েছে’। সঙ্গে মনে করিয়েছেন ওটিটি মুক্তির তারিখ। ডিজনি হটস্টারে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি মুক্তি পাবে। তবে এখনও বড় প্রশ্ন কে হবেন ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির দেব। এই নিয়ে প্রথম ছবির মুক্তির পর থেকেই চলছে জল্পনা। প্রথম ছবিতে দেব-এর লুক দেখে অনেকের ধারণা করেছেন তিনি আর কেউ নন শাহরুখ খান। অভিনেতার ‘পাঠান’ ছবির লুককে ব্যবহার করা হয়েছে। তবে তিনি অবশ্যই দেব চরিত্রে অভিনয় করছেন না। কারণ প্রথম ছবিতে তিনি বানরাস্ত্র।
তাহলে আবারও প্রশ্ন কে দেব? অনেক নাম উঠে এসেছে সময়ে সময়ে। যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম রণবীর সিং, যশ, হৃত্বিক রোশনের। এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক অয়ন। পরিচালকের নিজস্ব পছন্দ যশ। এই নিয়ে একবার তিনি বলেন, যদি সিক্যুয়েলে যশ ‘দেব’ চরিত্র করেন, তাহলে দারুণ হবে। অন্যদিকে মজা বিষয় হচ্ছে প্রযোজক করণ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যশ-কে এই ছবির জন্য কখনওই প্রস্তাব দেওয়া হয়নি। অন্যান্য অভিনেতাদের নামও রয়েছে জল্পনায়। ‘ব্রহ্মাস্ত্র ২-দেব’ ছবিতে রণবীর সিং অভিনয় করছেন দেব চরিত্রে এই গুজব সবচেয়ে বেশি হয়, যা অয়নও শুনেছেন, এর ফলে তিনি এই নিয়ে কথা থেকে বিরত ছিলেন।
View this post on Instagram
‘লাভ ইজ দ্য লাইট’ (ভালবাসা হল আলো) এটা ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির লাইন অয়নের তরফে। প্রথম ছবি ছিল ভালবাসা। এবারের গল্প নাটকীয়তার পরিপ্রেক্ষিতে গাঢ় আর সরস হতে চলেছে দাবি অয়নের।
অন্যদিকে আরও একটি নাম বি-টাউনে শোনা যাচ্ছিল ‘দেব’ চরিত্রের জন্য। তিনি হলেন হৃত্বিক রোশন। ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি গোপনীয়তা রেখে বলেন, “কী হচ্ছে? কিছুই হচ্ছে না। আমার পরবর্তী প্রজেক্ট ‘ফাইটার’ শুরু হচ্ছে। তারপর অন্য প্রজেক্ট। হয়তো যে ছবির কথা আপনারা বলছেন, তাও হতে পারে। ফিঙ্গার ক্রস”। এই সব কিছুর পরও সেই একটাই প্রশ্ন থেকে যাচ্ছে ‘দেব’ কে হবেন? দেবথিম আউট হলেও এখনও সেটাই ঠিক হয়নি। বা হলেও এখন জানানো হচ্ছে না, অপেক্ষা সঠিক সময়ের জন্য।