Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kajal Aggarwal: মিলে গেল জল্পনা, মা হচ্ছেন অভিনেত্রী কাজল, স্পষ্ট বেবিবাম্প

প্রসঙ্গত, কাজল যে মা হতে চলেছেন সেই গুঞ্জন বেশ কিছু দিন ধরে ঘুরছিল বলিউডের অন্দরে। সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন অভিনেত্রী। কামাল হাসানের সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে।

Kajal Aggarwal: মিলে গেল জল্পনা, মা হচ্ছেন অভিনেত্রী কাজল, স্পষ্ট বেবিবাম্প
কাজল আগরওয়াল।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2022 | 9:56 PM

অভিনেত্রী কাজল আগরওয়াল কি গর্ভবতী? বিগত বেশ কিছু ধরেই চলছিল জোর চর্চা। অবশেষে বছরের শুরুতেই স্বামী গৌতম জানালেন সুখবরটি। না, সরাসরি কিছু না জানালেও একটি ‘ইমোজি’র মাধ্যমেই সংসারে নতুন অতিথি আসার খবর শেয়ার করে নিয়েছেন সবার সঙ্গে। কী লিখেছেন তিনি?

স্ত্রীর একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনেই গৌতম লিখেছেন, “যেভাবে ২০২২কে দেখছি”। সঙ্গে এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি। ওই ইঙ্গিত ধরতে অসুবিধে হয়নি ভক্তদের। কাজল যে মা হতে চলেছে তা বুঝে গিয়েছেন ভক্তরা। যদিও কাজল এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করেননি। ৩১ ডিসেম্বর একটি ছবি পোস্ট করেছিলেন কাজল। সেই ছবিতেও স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর বেবি বাম্প। আপাতত আর কয়েক মাসের অপেক্ষা। এর পরেই দুই থেকে তিন হবেন ওই বলি-সুন্দরই।

মাস দুয়েক আগেই নিজের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছিলেন কাজল ও গৌতম। ২০২০ সালে মুম্বইয়ে বিয়ে করেন তাঁরা। কোভিডের কারণে সেই বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। আপাতত তাঁদের জন্য শুভেচ্ছা।

View this post on Instagram

A post shared by Gautam Kitchlu (@kitchlug)

প্রসঙ্গত, কাজল যে মা হতে চলেছেন সেই গুঞ্জন বেশ কিছু দিন ধরে ঘুরছিল বলিউডের অন্দরে। সম্প্রতি বেশকিছু ছবি থেকেও সরে এসেছেন অভিনেত্রী। কামাল হাসানের সঙ্গে তাঁর কাজ করার কথা ছিল ‘ইন্ডিয়ান ২’-তে। মুখ্য চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল তাঁর কাছে। তিনি রাজি হননি। নাগার্জুনার ‘দ্যা গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাঁকে। সেটি করতেও রাজি হননি কাজল। আপাতত নতুন সদস্যের অপেক্ষা। পরবর্তীতে তিনি কাজে ফিরবেন কিনা তা অবশ্য সময়ই বলবে।