Mrunal Thakur: করোনাকালে ‘জার্সি’র মুক্তি পিছলেও কোভিড পিছু ছাড়ল না, আক্রান্ত ছবির নায়িকা ম্রুণাল
আবারও ওই একই ছবি। প্রতিদিনই বলিউডের সেলেবকুলের আপডেট, "আমি করোনায় আক্রান্ত..."। গত এক সপ্তাহে বলিপাড়ায় তারকাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়।
ছবি মুক্তি পিছিয়েও জার্সি টিমের অন্দরে সংক্রমণ রুখে দেওয়া গেল না। আক্রান্ত ছবিটির নায়িকা ম্রুণাল ঠাকুর। নিজেই ম্রুণাল সে কথা জানিয়েছেন। যদিও অভিনেত্রী জানিয়েছেন মৃদু উপসর্গ রয়েছে তাঁর।ইনস্টাগ্রামে ম্রুণাল লিখেছেন, “আমি কোভিড ১৯–এ আক্রান্ত হয়েছি। এখনও পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে আলাদা রেখছি। যাবতীয় বিধিনিষেসধ মেনে চলছি।”
আবারও ওই একই ছবি। প্রতিদিনই বলিউডের সেলেবকুলের আপডেট, “আমি করোনায় আক্রান্ত…”। গত এক সপ্তাহে বলিপাড়ায় তারকাদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। এঁদের মধ্যে রয়েছেন নোরা ফতেহি, করিনা কাপুর, অর্জুন কাপুর, রিয়া কাপুরসহ অন্যান্য।
প্রসঙ্গত, গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল জার্সির। কিন্তু দেশ জুড়ে আচমকাই করোনার বাড়বাড়ন্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জার্সির প্রযোজক। করোনা আবহে দিল্লি সরকার সিনেমা হল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পরেই জার্সি টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাতে লেখা হয়, “বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাত জার্সির থিয়েটার মুক্তি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি আমরা। তবে যে পরিমাণ ভালবাসা আপনাদের সকলের কাছ থেকে পেয়েছি তাতে করে আমরা আপ্লুত। ততক্ষণ সবাই সুস্থ থাকুন। টিম জার্সি”।
এর পরেই খবর আসে নেটফ্লিক্সে ছবিটি বিক্রির জন্য কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা। ভাল অঙ্কের অফারও পেয়েছেন তাঁরা। কিন্ত শেষ মুহূর্তে বেঁকে বসেন স্বয়ং সিনেমার হিরোই। বলিউড হাঙ্গামার এক রিপোর্ট বলছে, জার্সির মতো ১৫০ কোটির সিনেমার ওটিটি মুক্তি হবে তা নাকি কিছুতেই চাননি তিনি। ছবিতে তাঁর পারিশ্রমিক ৩১ কোটি টাকা। ওটিটির অফার বাতিল করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রযোজকদের যে ক্ষতি হবে নিজের পারিশ্রমিক থেকে সেই ক্ষতির অঙ্কও নাকি দিয়ে দিতে চেয়েছেন অভিনেতা যদি ১০ কোটি ক্ষতি হয় তবে তিনি নেবেন ২১ কোটি। পাঁচ কোটি ক্ষতি হলে তাঁর ঘরে ঢুকবে ২৬ কোটি টাকা, এমনটাই নাকি জানিয়েছেন তিনি। ছবির স্বার্থে এই অর্থ ত্যাগ করতেও রাজি তিনি, জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ সূত্র।
জাতীয় পুরস্কার প্রাপ্ত তেলুগু ছবি জার্সির রিমেক হল শাহিদের ‘জার্সি’। ছবিটি করতে গিয়ে রক্ত ঝরেছিল শাহিদের। ছবিতে তিনি এক ক্রিকেটারের চরিত্রে। তাঁর ক্রিকেট খেলার পূর্ব অভিজ্ঞতা ছিল না। তাই সিনেমার জন্য রীতিমতো পেশাদার ট্রেনিং চলেছে তাঁর। সকাল-বিকেল-রাত-দিন… চলেছে নেট প্র্যাক্টিস। আর এই প্র্যাক্টিসের সময়েই ঘটে দুর্ঘটনা। বল লেগে কেটে যায় মুখ। গলগল করে বের হয় রক্ত। এমনকি সেলাইও পড়ে ২৫ খানা। তা সত্ত্বেও দমে যাননি শাহিদ। চালিয়ে গিয়েছেন অভিনয়। সেই ছবি হলে মুক্তি পাবে না, মানতেই পারছেন না শাহিদ।