আলিয়া-রণবীর পাড়ি দেবেন হাঙ্গেরি! ভ্রমণ পরিষেবা শিথিল হতে উড়বে প্লেন
রণবীর কাপুর কোভিডে আক্রান্ত হয়ে পড়েন। দিন কয়েক বাদে আলিয়ার রিপোর্ট পজিটিভ আসে এবং তারপরে, গোটা দেশে শুরু হয়ে যায় লকডাউন।
অয়ন মুখোপাধ্যায়ের অপেক্ষারত ট্রিলজি, ‘ব্রহ্মাস্ত্র’র গত দু’বছরে প্রযুক্তিগত এবং পরিস্থিতি উভয় কারণেই পিছিয়ে গিয়েছে। এক অনসম্বল কাস্ট নিয়ে ছবির শুটিং চলছে। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় এবং নাগরজুন। কিং খানও অভিনয় করেছেন ক্যামিও চরিত্রে। ট্রিলজির প্রথম অংশের শুটিং ২০১৮ সালে শুরু হয়েছিল এবং ফিল্মটিকে এক বিরাট শুটিং শিডিউল পেরতে হবে।
গত বছর ‘ব্রহ্মাস্ত্র’ টিম শেষ শিডিউলের শুটিং শেষ করার সিদ্ধান্ত নেয় তবে রণবীর কাপুর কোভিড আক্রান্ত হয়ে পড়েন। দিন কয়েক বাদে আলিয়ার রিপোর্ট পজিটিভ আসে এবং তারপরে, গোটা দেশে শুরু হয়ে যায় লকডাউন। তবে এখন যাবতীয় নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে, তাই ছবির কাস্ট-ক্র্যু খুব শীঘ্রই হাঙ্গেরি পাড়ি দিতে চলেছে। বলে আশা করা হচ্ছে বুদাপেস্টে শুরু হবে পরবর্তী শুটিং। তবে সমস্ত কিছু দেশের ভ্রমণ সংক্রান্ত প্রোটোকলের উপর নির্ভর করছে। এখন পর্যন্ত যা খবর, তা হল গোটা টিমের টিকাকরণের প্রক্রিয়া শেষ হয়েছে এবং অগাস্টের পর থেকে কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে।
ধর্ম প্রোডাকশনের টিম ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১০ শর্ট টিজার কাট এবং ১৩ টির মতো মোশন পোস্টার জমা দিয়েছে। এছাড়াও, এই টিজার এবং মোশন পোস্টারগুলো তামিল, তেলগু, মালয়ালাম এবং বাংলা এর মতো অন্যান্য ভাষায়ও ডাব করা হয়েছে, যা সিবিএফসি যথাযথভাবে অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর, “নির্মাতাদের কাছে প্রচুর এক্সাইটমেন্ট কনটেন্ট রয়েছে এবং তাঁরা এই সংক্ষিপ্ত টিজারগুলো একে-একে প্রকাশ করতে চলেছে। অতএব, তাঁরা একটি বর্ধিত প্রচারপ্রক্রিয়ার দিকে যেতে পারে। এছাড়াও, মোশন পোস্টারগুলো সাড়া ফেলবে। এর মধ্যে কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক মোশন পোস্টার হতে পারে, প্রতিটি মুখ্য চরিত্র যেমন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়ার মোশন পোস্টার হবে জানাও গিয়েছে।
‘ব্রহ্মাস্ত্র’ একটি সাই-ফাই সুপারহিরো ফিল্ম। রণবীর কাপুর প্রধান চরিত্র ‘শিব’-এর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিমুক্তির দুটি তারিখ ঘোষণা হয়েছিল তবে পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি।