Ibrahim Ali Khan: নায়িকা ছাড়াই বলিউডে ডেবিউ করছেন সইফের ছেলে, কেন জানেন?
Ibrahim Ali Khan: লিউডে ডেবিউ হতে চলেছে সইফ পুত্রের। শোনা যাচ্ছে, 'সরজমিন' ছবির মধ্যে দিয়েই নাকি পা রাখতে চলেছেন তিনি। তবে তাঁর ছবিতে রয়েছে এক অন্য ধরনের টুইস্ট।
বলিউডে ডেবিউ হতে চলেছে সইফ পুত্রের। শোনা যাচ্ছে, ‘সরজমিন’ ছবির মধ্যে দিয়েই নাকি পা রাখতে চলেছেন তিনি। তবে তাঁর ছবিতে রয়েছে এক অন্য ধরনের টুইস্ট। এও শোনা যাচ্ছে প্রথম ছবিতে নাকি সইফ আলি খানের ছেলের থাকবে না কোন নায়িকা। কিন্তু কেন? সূত্র বলছে, “ওই ছবিটি একটু অন্য ধরনের। আর পাঁচটা ছবির থেকে গল্প আলাদা। তাই ইব্রাহিমেরও ইচ্ছে তাঁর ডেবিউ একটু অন্যরকম ভাবে হবে। একটু আলাদা হবে। আর ইব্রাহিম এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।” ছবিতে নাকি দেখা যাবে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারনকে। এও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ছবির শুটিংয়ের জন্য কুল্লু মানালির উদ্দেশে রওনা হয়েছেন ইব্রাহিম। এই ছবির পরিচালক কে জানেন তিনিও একজন স্টারকিড। বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি পরিচালনা করবেন এই ছবি।
ইব্রাহিম যে ডেবিউ করবেন সে আঁচ আগেই পাওয়া গিয়েছিল। বিগত বেশ কিছু দিন ধরেই শরীর চর্চায় মন দিয়েছিলেন তিনি। তবে থেকেই চলছিল হাজারও জল্পনা। চলছিল হাজারও আলোচনা। অবশেষে সেই আলোচনা সত্যি হতে চলেছে বলে খবর। তবে ইব্রাহিমের ডেবিউয়ের খবর প্রকাশ্যে আসতেই আরও একবার চর্চায় স্বজন পোষণের অভিযোগ। স্টারকিড বলেই কি বাড়তি সুবিধে? প্রশ্ন এড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইব্রাহিম সইফ আলি খানের আগের পক্ষে সন্তান। তাঁর দিদি সারা আলি খানও প্রতিষ্ঠিত অভিনেত্রী। সইফের প্রথম স্ত্রী অর্থাৎ ইব্রাহিমের মা অমৃতা সিংও ছিলেন অভিনেত্রী। প্রথম পক্ষের সন্তান হলেও সইফের সঙ্গে সম্পর্ক বেশ ভাল ইব্রাহিমের। তিনি জানিয়েছেন ছেলের থেকে অনেক কিছু শেখেন তিনি। ইব্রাহিম যদিও চাপা স্বভাবের, দিদি সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও তিনি খুব একটা নন। কিছুদিন আগে তাঁর ও অজয়-কাজল কন্যা নাইসা দেবগণের এক ছবি ভাইরাল হয়েছিল। রটেছিল প্রেমের গুঞ্জনও। আপাতত অপেক্ষা তাঁর ডেবিউয়ের। দিদির প্রথম ছবি ‘কেদারনাথ’ হিট হয়েছিল, তাঁর প্রথম ছবি হিট হয় কিনা এখন সেটাই দেখার।