Aamir Khan: ‘লাল সিং চাড্ডা’ ছবির পরিচালকের সঙ্গে নাকি মুখ দেখাদেখি বন্ধ আমিরের, এবার মুখ খুললেন তিনি…
Laal Singh Chaddha: অদৈত এবং আমির নাকি একে-অপরের সঙ্গে বাক্যালাপও বন্ধ। কিন্তু এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অদৈত।
সিনেমা হলে মুখ থুবড়ে পড়েছে আমির খান অভিনীত ও প্রযোজিত ছবি ‘লাল সিং চাড্ডা’। সেই ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খানও। তবে বক্স অফিসে ভাল পারফর্ম না করতে পারলেও ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের মন জয় করতে শুরু করেছে এই ছবি। প্রেক্ষাগৃহে ছবির ব্যর্থতা নিয়ে মনকষ্টে ছিলেন আমির। তাঁর সঙ্গে নাকি ছবির পরিচালক অদৈত চন্দনের মনোমালিন্য তৈরি হয়। শোনা যায়, তাঁদের মধ্যে নাকি কথা কাটাকাটি হয়েছে সম্প্রতি। যা নিয়ে নাকি পরিচালক-অভিনেতা সম্পর্কে চিড় ধরেছে। এমনও শোনা যাচ্ছে, অদৈত এবং আমির নাকি একে-অপরের সঙ্গে বাক্যালাপও বন্ধ। কিন্তু এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অদৈত।
আমির এবং তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অদৈত। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, “যাঁরা ভাবছেন আমার আর আমির স্যারের সম্পর্কে চিড় ধরেছে, তাঁদের আমি একটা কথাই বলতে চাই। আমাদের সম্পর্কটা জিনি-আলাদিন, বালু-মোগলি, অমর-প্রেমের মতো।” সেই সঙ্গে তিনি শেয়ার করেছেন ‘হম সাথ সাথ হ্যায়’, ‘বন্ধন’, ‘আমির খান’, ‘লাল সিং চাড্ডা’ হ্যাশট্য়াগও।
View this post on Instagram
অদৈতর সঙ্গে আমিরের সম্পর্ক আজকের নয়। অনেকগুলো বছর ধরেই তাঁরা একসঙ্গে কাজ করছেন। ‘তারে জ়মিন পর’ ছবিতে সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন অদৈত। কিরণ রাও পরিচালিত ‘ধোবি ঘাট’ ছবিতে পোস্ট-প্রোডাকশন সুপারভাইজ়ার ছিলেন তিনিই। অতীতে দারুণ একটি ছবি পরিচালনা করেছেন অদৈত। সেই ছবির নাম ‘সিক্রেট সুপারস্টার’। আমির খানের সঙ্গে সেই ছবির মুখ্য অভিনেত্রী ছিলেন জ়ায়রা ওয়াসিম, যাঁর সঙ্গে ‘দঙ্গল’ ছবিতেও কাজ করেছিলেন আমির।