kartik Aaryan: ‘ভুল ভুলাইয়া ২’, ‘হেরা ফেরি ৩’-এর পর আরও একটা অক্ষয়ের ছবিতে কব্জা কার্তিকের
Akshay Kumar: সেই সুবাদেই কি এবার একের পর এক অক্ষয়ের পকেট থেকে সুপারহিট ছবি ছিনিয়ে নিচ্ছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি সামনে এসেছে হেরা ফেরি তিন ছবির খবর।
বেশকিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ান ও অক্ষয় কুমারকে ঘিরে চর্চা তুঙ্গে। এক কথায় বলতে গেলে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায় এই দুই স্টারের ছবি ঘিরে। প্রথমেই যে প্রসঙ্গে সকলে কথা বলে ওঠে, তা হল ভুুল ভুলাইয়া ২ ছবির কাস্ট। সেখানে অক্ষয় কুমারের জায়গায় তাঁকে কাস্ট করা হচ্ছে শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় রে রে করে উঠেছিল কুমার ভক্তরা। যদিও কার্তিক আরিয়ান ছক্কা হাঁকিয়েছিলেন ভুল ভুলাইয়া ২ ছবিতে। অনবদ্যয় অভিনয় ও কিয়ারার সঙ্গে কেমিস্ট্রিতে তিনি তাক লাগিয়েছিলেন পর্দায়। কার্তিক আরিয়ানের কাজ দেখে এক কথায় সকলেই ভুলে গিয়েছিলেন অক্ষয় কুমারের না থাকার দুঃখ।
সেই সুবাদেই কি এবার একের পর এক অক্ষয়ের পকেট থেকে সুপারহিট ছবি ছিনিয়ে নিচ্ছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি সামনে এসেছে হেরা ফেরি তিন ছবির খবর। খোদ পরেশ রাওয়াল জানিয়েছিলেন যে হেরা ফেরি ৩ ছবিতে কার্তিক আরিয়ান কাজ করছেন। তবে অক্ষয় কুমারকে নিয়ে প্রশ্ন উঠতেই এবার মুখ মুখললেন তিনি, জানালেন, তিনি ইচ্ছে করেই এই ছবি থেকে সরে এসেছেন। কারণ তাঁর গল্পের প্লট পছন্দ হয়নি। গল্পে বুনটের অভাব, সেই কারণেই অক্ষয় কুমার থাকছেন না এই ছবিতে।
এবার সামনে এল আরও এক চমক। অক্ষয়ের আরও এক ছবি এবার নিজের পকেটে পুরতে চলেছেন কার্তিক আরিয়ান। ছবির নাম হাউসফুল ৫। এই ছবিতেই দেখা যাবে নয়া লুকে কার্তিককে, তবে বি-টাউন সূত্রের খবর নয়, কেআরকে এবার এই মর্মে মুখ খুলেছেন। জানালেন শীঘ্রই এই খবরও সামনে আসতে চলেছে। যার ফলে আরও একবার খবরের শিরোনামে নাম লেখালেন কার্তিক আরিয়ান। অক্ষয়ের একাধিক ছবি এখন তাঁর পকেটে। যদিও আক্কি ভক্তরা মোটেও বিষয়টাকে মেনে নিতে পারছে না। তবে সূত্র মারফত মিলল খবর, তিনি নাকি অতিরিক্ত টাকা চেয়েছেন বলেই নাকি তাঁকে ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।