Akshay Kumar: নায়ক হওয়ার ইচ্ছে নেই, কী হতে চান অক্ষয় কুমারের ছেলে?
Akshay Kumar: এ বছরটা একেবারেই ভাল যাচ্ছিল না অক্ষয়ের। নেপথ্যে দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়
সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আর ছোটটি নেই। নয়-নয় করতে করতে অক্ষয় তনয় আজ ২০-র তরুণ। বাবা ও মা দুজনেই বলিউড অভিনেতা। মা যদিও এখন নিজেকে নিমজ্জিত করেছেন বই লেখাতেই। তবে শুরুটা টুইঙ্কল করেছিলেন ছবিতে অভিনয় দিয়েই। মা ও বাবার মতো অক্ষয়-পুত্র আরভও কি চান বি-টাউনে নিজের অভিষেক ঘটাতে? জানালেন অক্ষয় কুমার।
অক্ষয় জানিয়েছেন, ছেলেকে ছবির ব্যাপারে শিক্ষাপ্রদান করতে অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ছবির ব্যাপারে নাকি কোনওই আগ্রহ নেই আরভের। কী হতে চান তিনি? অক্ষয় জানিয়েছেন, তাঁর ছেলে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চান তাঁর ছেলে। সম্প্রতি মরাঠি ছবিতে ডেবিউ করেছেন অক্ষয় কুমার। মহেশ মঞ্জরকরের পরবর্তী ছবিতে ছত্রপতি শিবাজীতে দেখা যাবে তাঁকে। ছবি নিয়ে তাঁর বক্তব্য, “এ যেন এক স্বপ্ন সত্যি হওয়ার মতোই বিষয় বটে। আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন আমায় এই চরিত্রটিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়াও প্রথম বার মহেশ মঞ্জেরকরের সঙ্গে কাজ করাও আমার কাছে এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে।”
এ বছরটা একেবারেই ভাল যাচ্ছিল না অক্ষয়ের। নেপথ্যে দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? এ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন অক্ষয়। তাঁর সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”। তবে দীপাবলির মরসুমে তাঁর ছবি ‘রামসেতু’ মুক্তি পেয়েছে। সেই ছবি বক্স অফিসে সাফল্য লাভ করেছে। ছবিতে তিনি একজন নাস্তিক পুরাতত্ত্ববিদে চরিত্রে অভিনয় করেছেন। রয়েছেন জ্যাকলিন ও নুসরতও। রামায়ণে বর্ণিত ‘রামসেতু’র অস্তিত্ব নিয়েই এই ছবি। কিন্তু সমালোচকদের একটা বড় অংশের দাবি, ইতিহাস ও পুরাণের মেলবন্ধন দেখাতে গিয়েই নাকি বেকায়দায় পড়ে গিয়েছেন ছবির পরিচালক অভিষেক শর্মা। অনেকেক্ষেত্রেই নাকি গল্পের গরু গাছে, থুড়ি রামসেতুর অতলে নিমজ্জিত হয়েছে। তা সত্ত্বেও বিক্রি কিন্তু হয়েছে ভালই। ট্রেড অ্যানালিস্টরা আরও জানাচ্ছেন, হিন্দি বলয়ে এই ছবির তুলনামূলক বেশি টিকিট বিক্রি হয়েছে। সামনে আরও বেশ কিছু ছবি রয়েছে অক্ষয়ের। কিন্তু ছেলে হাঁটলেন একেবারে অন্যদিকে।