Priyanka Chopra: নিকের বাড়িতে বলিউড গানে পার্টি, নিমন্ত্রণই পেলেন না প্রিয়াঙ্কা
Priyanka Chopra: বলিউড হোক বা আমেরিকা, তিনি যা অনুভব করেছেন, তা হল মহিলারা মহিলাদের পাশে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন যে তাঁদের তিনজনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা একসঙ্গে একটি সিনেমা করতে চান...।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বর্তমানে হলিউড-বলিউড দাপিয়ে বেড়াচ্ছে। তবে বারে বারে প্রমাণিত মনে মনে তিনি এখনও একজন দেশি গার্ল। সম্প্রতি অভিনেত্রী তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তা দেখেই যেন মনে হয় তার আশেপাশে বলিউডের একটি গান বাজছে। আর তা হল জনপ্রিয় গান মাধুরী দীক্ষিতের চোলি কে পিছে কেয়া হ্যায়…। প্রিয়াঙ্কা মুহূর্তে তার উত্তেজনার আভাস দিয়ে সপাট কমেন্ট করে বসেন যে তাঁকে কেউ নিমন্ত্রণ করেনি কেন! এই পোস্টের সঙ্গে সঙ্গেই কি বাড়ল নতুন করে সম্পর্ক ঘিরে জল্পনা! প্রিয়াঙ্কার সঙ্গে নিকের সম্পর্ক নিয়ে ভাইরাল হয়েছে একাধিক খবর। তবে সব সমস্যায় জল ঢেলে দিব্যি সংসার করছেন তাঁরা। তবে এই পোস্টের কেন্দ্রে কি!
তাঁর ক্যাপশনে স্পষ্ট লেখা, “লস অ্যাঞ্জেলেসে মেমোরিয়াল উইকএন্ড। কেন আমাকে আমন্ত্রণ জানানো হয়নি?” তাঁকে আরও বলতে শোনা যায়, “মেমোরিয়াল উইকএন্ড। এই সঙ্গীত কোথা থেকে আসছে?..!” এমনকি তিনি গানটির কয়েকটি লাইনও গেয়েছেন। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া সিটাডেলের শুটিং নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। এটাই শেষ নায়, পাইপলাইনে তাঁর কাছে রয়েছে আরও একগুচ্ছ কাজ৷ ফারহান আখতারের জি লে জারা ছবিতে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গেও তাঁকে দেখা যাবে।
ডেডলাইনের সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ক্যাটরিনা ও আলিয়ার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন। তিনি বলেছিলেন, যে বলিউড হোক বা আমেরিকা, তিনি যা অনুভব করেছেন, তা হল মহিলারা মহিলাদের পাশে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন যে তাঁদের তিনজনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা একসঙ্গে একটি সিনেমা করতে চান এবং এটি প্রযোজনার শেয়ারও তাঁরা নিতে চান। “কিন্তু বিষয়টা হল, আমি যখন শুরু করি তখন এই পরিসরটা খুব আলাদা ছিল। আমরা সবাই একে অপরের বিরুদ্ধে ছিলাম এবং আমাদের কাস্টিং সিনেমার প্রধান অভিনেতার উপর খুব নির্ভর করত এবং এটি নির্ভরও করে যে সেই সময়ে দর্শকদের পছন্দ কেমন ছিল এবং এটি একটি খুব অস্বস্তিকর অনুভূতি ছিল, “প্রিয়াঙ্কা বলতে দুবার ভাবেননি।