Bollywood Gossip: আর গুঞ্জন নয়! প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির সঙ্গে প্রেম করছেন জাহ্নবী
Jahnvi Kapoor: গুঞ্জন বহুদিন ধরে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে ফাঁস সব সত্যি। হ্যাঁ, শিখর পাহাড়িয়া ও জাহ্নবী কাপুর সম্পর্কে রয়েছেন। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিয়েছেন শিখর, যিনি আবার সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতিও।

গুঞ্জন বহুদিন ধরে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছিল। অবশেষে ফাঁস সব সত্যি। হ্যাঁ, শিখর পাহাড়িয়া ও জাহ্নবী কাপুর সম্পর্কে রয়েছেন। নিজের মুখেই এ কথা স্বীকার করে নিয়েছেন শিখর, যিনি আবার সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতিও। এক মহিলার সঙ্গে শিখরকে দেখে হিংসায় জ্বলে পুড়ে যান জাহ্নবী। কে সেই মহিলা? জিজ্ঞাসা করেন সরাসরি। তাঁকে আশ্বস্ত করে শিখর জাহ্নবীকে লেখেন, “চিন্তা কোরো না, আমি শুধু তোমারই”। ওই স্ক্রিনশট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তাঁরা মুখে কিছু না বললেও সম্পর্কে পড়েছে শিলমোহর।
সে যাই হোক, জাহ্নবী আর শিখর বহুদিন ধরে সম্পর্কে ছিলেন। মাঝে এসেছিল সমস্যা। তবে আবারও এক হয়েছেন তাঁরা। বিগত বেশ কিছু মাস ধরে নিজেদের সম্পর্কের কথা নিজেই যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন এই জুটি। জাহ্নবীর জন্মদিনে শিখরের সঙ্গেই তিরুপতিতে পুজো দিতে গিয়েছিলেন তিনি। দু’দিন আগে বোন খুশি কাপুরের জন্মদিনের ঘরোয়া পার্টিতেও হাজির ছিলেন শিখর। শুধু কি তাই? সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও একসঙ্গে গিয়েছিলেন দু’জনে। সব মিলিয়ে প্রেম যে জমে ক্ষীর সে আভাস আগেই পাওয়া গিয়েছিল। প্রেমকে আগামী দিনে পরবর্তী ধাপে তাঁরা নিয়ে যান কিনা এখন সেটাই দেখার।
View this post on Instagram





