করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল জন অভিনীত ‘সত্যমেব জয়তে-২’র রিলিজ
দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। পরিচালক রোহিত শেট্টির ছবি, অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির তারিখও পিছিয়ে গিয়েছে। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
‘সত্যমেব জয়তে-২’-র শুটিং শুটিং অনেক আগেই শুরু করেছিলেন জন আব্রাহাম। কিন্তু লকডাউনের কারণে তা থমকে যায়। তারপর ডিসেম্বরে লখনউয়ের বারাণসীতে শুটিং শুরু হয়েছিল। ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে বলে জানা গিয়েছিল। ঠিক ছিল ১২ মে, ২০২১-এ মুক্তি পাবে ছবি। তবে, করোনাভাইরাস এবং সঙ্কটের এই কারণে নির্মাতারা এখন ছবিটির মুক্তির তারিখ আরও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন ভিডিয়ো: ভেঙে পড়লেন শিল্পা শেট্টি, ধন্যবাদ জানালেন বহু মানুষকে
সম্প্রতি, জন আব্রাহাম এবং দিব্যা খোসলা কুমার অভিনীত ‘সত্যমেব জয়তে-২’এর নির্মাতারা একটি বিবৃতি প্রকাশ করে, জানিয়েছেন যে কোভিড-১৯ এ হেন পরিস্থিতির কারণে ফিল্ম মুক্তি স্থগিত রাখা হয়েছে।
View this post on Instagram
টি-সিরিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই অস্বাভাবিক সময়ে আমাদের দেশবাসীর সুরক্ষা এবং স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমাদের ছবি ‘সত্যমেব জয়তে-২’ এখন পরবর্তী সময়ে মুক্তি পাবে। ততক্ষণ আমরা আমাদের মাস্ক পরে থাকব এবং আমাদের প্রিয়জন এবং নিজের কোনও রকমের ক্ষতি করা থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব। জয় হিন্দ।‘
দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। পরিচালক রোহিত শেট্টির ছবি, অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’র মুক্তির তারিখও পিছিয়ে গিয়েছে। চলতি বছরের মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
View this post on Instagram